গোবিন্দ রায়: গ্রেপ্তারির বছরখানেক পর শর্তসাপেক্ষে জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়(Kalyanmoy Ganguly)। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এদিকে, জামিন আটকাতে তৎপর সিবিআই। নিজেদের হেফাজতে চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের শর্ত অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় থাকতে হবে তাঁকে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। পাসপোর্ট থাকলে তা নিম্ন আদালতে জমা দিতে হবে।
[আরও পড়ুন: ‘আমি আমন্ত্রণই পাইনি’, ধর্মতলার শাহী সভার আগে ফের বোমা ফাটালেন অনুপম]
প্রসঙ্গত, ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদে সভাপতির দায়িত্ব পান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর দায়িত্বে ছিলেন তিনি। গত বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে তাঁর জায়গায় নতুন কাউকে আনা হবে, না কি তাঁকেই ফের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছিল। তারই মাঝে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। কলকাতা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। বার বার সিবিআই জেরার মুখোমুখিও হতে হয়েছিল কল্যাণময়কে। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। তার বছরখানেক পর শর্তসাপেক্ষে জামিন পেলেন কল্যাণময়।