shono
Advertisement

‘আমি ভারতীয়, দুর্নীতি দূর করতে বার বার মাঠে নামব’, চমক দিলেন কমল হাসান

২ মিনিটের ভিডিওতে কমল হাসান বুঝিয়ে দিলেন তিনি খাঁটি 'ইন্ডিয়ান'।
Posted: 02:36 PM Nov 04, 2023Updated: 02:36 PM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় খাকি রঙের টুপি। মাথায় পাকা চুল। তবে চাহনিতে তীব্র প্রতিবাদ। মুখে একটাই কথা, দুর্নীতি বাড়লে বার বার ফিরে আসব! হ্য়াঁ, ২ মিনিটের ভিডিওতে কমল হাসান বুঝিয়ে দিলেন তিনি খাঁটি ‘ইন্ডিয়ান’।

Advertisement

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। প্রকাশ্য়ে এসেছে ‘ইন্ডিয়ান ২’ ছবির টিজার। এই টিজারেই কমল হাসান বুঝিয়ে দিলেন, পর্দা কাঁপাতে পারেন তিনিও।

[আরও পড়ুন: বাঙালি থ্রিলার ‘ছোটলোক’-এর রক্তমাংসের ‘হিরো’ সাবিত্রীর গল্প শোনালেন পরিচালক ইন্দ্রনীল]

প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চেন্নাইয়ের একটি স্টুডিওতে ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং চলছিল। মোটা বাজেটের ছবি। ছবিরই এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন দেড়শ ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। সেখানেই পরিচালক শংকর উপস্থিত থাকলেও একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে, তাঁর পায়ে আঘাত লাগে। শুটিংয়ের সময় কমল হাসানও সেখানেই ছিলেন। তবে একটু দূরে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী কাজল আগারওয়ালও। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের সাহায্যার্থেও এগিয়ে আসেন কলম হাসান। প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি।

 

[আরও পড়ুন: বাঙালি থ্রিলার ‘ছোটলোক’-এর রক্তমাংসের ‘হিরো’ সাবিত্রীর গল্প শোনালেন পরিচালক ইন্দ্রনীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement