shono
Advertisement

Breaking News

ব্যাঙ্কের লাইনে সন্তানের জন্ম দিলেন কানপুরের মহিলা

ব্যাঙ্কের ভিড়ে এবার খুশির খবর৷
Posted: 12:00 AM Dec 04, 2016Updated: 06:30 PM Dec 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত ব্যাঙ্ক এবং এটিএমের লাইনে মানুষের মৃত্যুই হয়ে এসেছে খবরের শিরোনাম৷ কিন্তু এবার যেন সে প্রথা ভাঙল৷ কানপুরে ব্যাঙ্কের লাইনে সন্তান প্রসব করলেন এক মহিলা৷ ব্যাঙ্কের মহিলা কর্মচারী এবং টাকা তোলার লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারাই দায়িত্ব নিয়ে মহিলার প্রসব করিয়ে নজির গড়লেন৷

Advertisement

দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই টাকার আকাল দেখা দিয়েছে দেশ জুড়ে৷ নগদ টাকার খোঁজে দিনের প্রথম থেকেই ব্যাঙ্ক ও এটিএমের বাইরে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ৷ আর এতেই মানুষের ভিড় বাড়ছে অহরহ৷ কিন্তু এরই মধ্যে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন সরভেশা দেবী৷ সেই সময় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন ব্যাঙ্কে উপস্থিত অন্য মহিলারা৷ ব্যঙ্কের বাইরের লাইন থেকে তাঁকে ব্যাঙ্কের ভিতরে নিয়ে যাওয়া হয়৷ আর সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement