shono
Advertisement

করণের হাত ধরে মেট গালায় মিলেছে সুযোগ! দেশে ফিরতেই কটাক্ষের মুখে আলিয়া

সাদা পোশাকে মেট গালার রেডকার্পেটে হাজির হয়েছিলেন আলিয়া।
Posted: 08:06 PM May 03, 2023Updated: 08:06 PM May 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট গালার রেড কার্পেটে নজর কাড়লেন আলিয়া। গোটা বিশ্ব জুড়ে আলিয়ার রূপের প্রশংসা। তবে বিদেশে প্রশংসায় পেলেও, দেশে ফিরেই সমালোচনার মুখে পড়লেন আলিয়া ভাট। নেটিজেনরা আলিয়ার সঙ্গে করণ জোহরের নাম জড়িয়ে শুরু করে দিল ট্রোল করা।

Advertisement

করণের হাত ধরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট (Alia Bhatt)। এমনকী, আলিয়া ও রণবীরের প্রেমের শুরু করণের হাত ধরেই। আলিয়ার বিয়ের সময় করণ আলিয়াকে নিজের মেয়ে ও রণবীরকে জামাই হিসেবে সম্বোধন করেছিলেন। তাই আলিয়ার প্রতি যে করণের আলাদা স্নেহ রয়েছে তা সবাই জানে। আর এই নিয়েই যত তর্ক নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: ধর্মতলা থেকে সোজা কালীঘাট, কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাবেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী! ]

নেটিজেনদের একাংশ বলছে,মেট গালায় আলিয়ার হাজিরার নেপথ্যে রয়েছেন করণ। করণের চেনাশোনা লোক ধরেই সেখানে পাড়ি দিয়েছিলেন রণবীর ঘরনি। অনেকের মতে, আলিয়ার মেট গালার উপস্থিতিতে ফের প্রমাণ হল বলিউডে নেপোটিজম চলছে, চলবে।

[আরও পড়ুন: বার বার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ! রিলিজ করবে তো শাহরুখের ‘জওয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement