সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট গালার রেড কার্পেটে নজর কাড়লেন আলিয়া। গোটা বিশ্ব জুড়ে আলিয়ার রূপের প্রশংসা। তবে বিদেশে প্রশংসায় পেলেও, দেশে ফিরেই সমালোচনার মুখে পড়লেন আলিয়া ভাট। নেটিজেনরা আলিয়ার সঙ্গে করণ জোহরের নাম জড়িয়ে শুরু করে দিল ট্রোল করা।
করণের হাত ধরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট (Alia Bhatt)। এমনকী, আলিয়া ও রণবীরের প্রেমের শুরু করণের হাত ধরেই। আলিয়ার বিয়ের সময় করণ আলিয়াকে নিজের মেয়ে ও রণবীরকে জামাই হিসেবে সম্বোধন করেছিলেন। তাই আলিয়ার প্রতি যে করণের আলাদা স্নেহ রয়েছে তা সবাই জানে। আর এই নিয়েই যত তর্ক নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: ধর্মতলা থেকে সোজা কালীঘাট, কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাবেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী! ]
নেটিজেনদের একাংশ বলছে,মেট গালায় আলিয়ার হাজিরার নেপথ্যে রয়েছেন করণ। করণের চেনাশোনা লোক ধরেই সেখানে পাড়ি দিয়েছিলেন রণবীর ঘরনি। অনেকের মতে, আলিয়ার মেট গালার উপস্থিতিতে ফের প্রমাণ হল বলিউডে নেপোটিজম চলছে, চলবে।