shono
Advertisement

Breaking News

‘সংঘ কর্মীদের পাঠানো সব অন্তর্বাস দেব মোদিকে’, মুখ খুলে বিতর্ক বাড়ালেন কংগ্রেস নেতা

পালটা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও।
Posted: 07:57 PM Jun 13, 2022Updated: 09:34 PM Jun 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের প্রয়োজনীয় কোনও সমস্যা নিয়ে নয়, নীতি বা প্রকল্প নিয়েও লড়াই নয়। কর্ণাটকে (Karnataka) বর্তমানে রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে অন্তর্বাস! একের পর এক ঘটনায় বেড়েই চলছে চাড্ডি দ্বন্দ্ব। এবার পালটা মুখ খুলে ফের বিতর্ক বাড়ালেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে।

Advertisement

বিজেপি (BJP) নেতাদের হুঁশিয়ারি দিয়ে বললেন, যে কংগ্রেসকে পাঠানো সমস্ত অন্তর্বাস সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কাছে পাঠানো হবে। কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ‘চাড্ডি পোড়ানোর’ আহ্বান জানিয়েছিলেন। এর পালটা এখন আরএসএস-এর কর্মীরা কংগ্রেস কার্যালয়ে রাশি রাশি অন্তর্বাস পাঠাতে শুরু করেছেন। দক্ষিণের এই রাজ্যে শুরু হয়েছে জোরদার ‘চাড্ডি’ যাত্রা।

[আরও পড়ুন: ৩১টি বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী! বিল পাশ বিধানসভায়, রাজ্যপালের সম্মতির অপেক্ষা]

গত সপ্তাহে ‘শিক্ষায় গৈরিকীকরণের’ প্রতিবাদে সামিল হয়েছিলেন জাতীয় কংগ্রেসের শিক্ষার্থী শাখা, জাতীয় ছাত্র পরিষদের কয়েকজন সদস্য। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা বিসি নাগেশের বাড়ির বাইরে জমায়েত করেছিল তারা। প্রতিবাদের অংশ হিসাবে তারা একটি খাকি শর্ট প্যান্ট (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উরদির অংশ খাকি শর্ট প্যান্ট) পুড়িয়েছিল। ওই কর্মসূচিকে সমর্থন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরপরই আরএসএস (RSS) এবং বিজেপি কর্মীরা সিদ্দারামাইয়ার বাড়িতে এবং কংগ্রেসের বিভিন্ন কার্যালয়ে অন্তর্বাস পাঠাতে শুরু করেছে।

এদিকে, কংগ্রেস (Congress) তথা সিদ্দারামাইয়ার চাড্ডি পোড়ানো প্রতিবাদ নিয়ে চরম কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বলেছেন, “সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের চাড্ডি ঢিলে হয়ে গিয়েছে। তাদের চাড্ডি ছিঁড়ে গিয়েছে। তাই তারা এখন চাড্ডি পোড়ানো শুরু করেছে। উত্তরপ্রদেশে তাদের চাড্ডি হারিয়ে গিয়েছে। চামুন্ডেশ্বরীতে সিদ্দারামাইয়া তাঁর চাড্ডি লুঙ্গি সব খুইয়েছেন। এর জন্যই তিনি সংঘের চাড্ডি পোড়ানোর চেষ্টা করছেন।”

[আরও পড়ুন: প্রাইমারি TET দুর্নীতির তদন্তেও সিবিআই, চাকরি খোয়ালেন ২৬৯ জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement