shono
Advertisement

কাশ্মীর নিয়ে গলাবাজি করে লাভ নেই, পাকিস্তানকে সাফ জবাব ভারতের 

আন্তর্জাতিক মঞ্চে গেল গেল রব তুলছে ইমরান খানের প্রশাসন৷ The post কাশ্মীর নিয়ে গলাবাজি করে লাভ নেই, পাকিস্তানকে সাফ জবাব ভারতের  appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Aug 08, 2019Updated: 02:44 PM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর নিয়ে গলাবাজি করে লাভ নেই৷ ৩৭০ রদ নিয়ে পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া বার্তা দিল  ভারত৷ বিতর্কিত ধারাটি লোপ হওয়ায় আন্তর্জাতিক মঞ্চে কার্যত হাহাকার শুরু করেছে পাকিস্তান৷ নিষ্ফল আক্রোশে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা৷ পাল্লা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে গেল গেল রব তুলছে ইমরান খানের প্রশাসন৷

Advertisement

[আরও পড়ুন: এবার ইসলামাবাদের রাস্তাতেও পড়ল ‘অখণ্ড ভারতে’র পোস্টার]

গতকাল, অর্থাৎ বুধবার ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা ঘোষণা করে পাকিস্তান৷ ভারতের সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করেছে পাকিস্তান৷ আন্তর্জাতিক কূটনীতির ভাষায় রাষ্ট্রদূতকে বহিষ্কার করা প্রায় যুদ্ধ ঘোষণার সমান৷ এমনকি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তুলে ধরার জন্য তৈরি হচ্ছে ইসলামাবাদ৷ তবে পাক চিল-চিৎকারে নয়াদিল্লি যে আদৌ বিচলিত নয়, তা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিল কেন্দ্র৷ এদিন বিবৃতিতে নয়াদিল্লি সাফ জানিয়েছে, জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এনিয়ে পাকিস্তানের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই৷ ৩৭০ ধারা রদ করে উপত্যকার উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে৷ তবে এতে পাকিস্তান অখুশি হবে, এটা জানা কথা৷ বরাবরই কাশ্মীরিদের ক্ষোভ কাজে লাগিয়ে ওই অঞ্চলে সন্ত্রাসবাদ উসকে দিয়েছে পড়শি দেশ৷ পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেও, উপ-মহাদেশে শান্তি বজায় রাখতে ইসলামাবাদের কাছে আরজি জানিয়েছে দিল্লি৷ 

প্রসঙ্গত, এদিন সমঝোতা এক্সপ্রেস আটকে দেয় পাকিস্তান৷ এছাড়াও, বেশ কয়েকদিন ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালিয়ে যাচ্ছে পাক রেঞ্জার্সরা৷ সব মিলিয়ে, মোদি-শাহর কাশ্মীর নীতি যে ভবিষ্যতের গতিপথ পালটে দিয়েছে, এবং তার প্রভাব পড়বে তথাকথিত ‘আজাদ কাশ্মীর’-এর উপরও, তা ভালই বুঝতে পেরেছে পাকিস্তান৷ এদিকে, ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে সংযুক্ত আরব অমিরশাহী-সহ একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রও কৌশলে গা বাঁচিয়ে মন্তব্য করেছে৷ একমাত্র চিন লাদাখ নিয়ে আপত্তি জানালেও, দেশটির গলায় তেমন ঝাঁজ পাওয়া যায়নি৷       

[আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ‘ব্যাখ্যা’, আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি]

                          

The post কাশ্মীর নিয়ে গলাবাজি করে লাভ নেই, পাকিস্তানকে সাফ জবাব ভারতের  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement