সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর জিপে এক যুবককে মানবঢাল হিসেবে ব্যবহার করার ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। রাজ্য মানবাধিকার কমিশন সেই ঘটনার প্রেক্ষিতে ওই যুবকের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর সরকারকে। কমিশন এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয়। বিচারপতি বিলাই নাজকির নেতৃত্বাধীন কমিশন সোমবার রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ছয় সপ্তাহের মধ্যে তাদের এই অর্থ তুলে দিতে হবে ফারুক আহমেদ দারের পরিবারের হাতে। পাশাপাশি, কাশ্মীরের মুখ্যসচিবকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
[‘সেনার বিরুদ্ধে অপমানকর মন্তব্যকারী নেতাদের মুণ্ডচ্ছেদ করা হোক’]
চলতি বছরের ৯ এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন এই যুবককে মানব-ঢাল হিসেবে জিপের সামনে বেঁধে গ্রামে গ্রামে ঘুরিয়েছিল রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। গোটা বিষয়টাই মেজর লিটুল গগৈর মস্তিষ্কপ্রসূত ছিল। জিপের সামনে বাম্পারে টায়ার বসিয়ে তার ওপর দড়ি দিয়ে বেঁধে তাঁকে ঘোরানো হয় গ্রামের পর গ্রাম। সমালোচনার মুখে পড়ে জম্মু ও কাশ্মীর সরকার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য বলা হয়েছিল, যারা পাথর ছুড়বে তাদের এই হালই করবে সেনাবাহিনী।
The post সেনার ‘মানবঢাল’ ফারুককে ক্ষতিপূরণের নির্দেশ মানবাধিকার কমিশনের appeared first on Sangbad Pratidin.