সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাথর নিক্ষেপকারীদের পাকড়াও করতে অভিনব পন্থা নিল জম্মু-কাশ্মীর পুলিশ৷ এবার ছদ্মবেশে বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ঢুকে পড়েছেন পুলিশের গোয়েন্দারা৷ অংশ নিচ্ছেন উসকানিমূলক সভাগুলিতে৷ বিক্ষোভে শামিল হয়ে হাতেনাতে ধরে ফেলছেন পাথর নিক্ষেপকারীদের৷ নয়া স্ট্রাটেজিতে ফলও মিলেছে সঙ্গে সঙ্গে৷ শুক্রবার বিক্ষোভ চলাকালীন দুই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন ছদ্মবেশী পুলিশকর্মীরা৷
[ফুটপাতবাসী তরুণীকে খাবারের লোভ দেখিয়ে গণধর্ষণ, শহরে চাঞ্চল্য]
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার পাথর নিক্ষেপকারীদের দুই প্রধান নেতাকে গ্রেপ্তার করেন ছদ্মবেশী পুলিশকর্মীরা৷ অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়৷ জানা গিয়েছে, এদিন শ্রীনগরের জামা মসজিদে নমাজের পর রাস্তায় নেমে পড়ে একশো জনেরও বেশি বিক্ষোভকারী৷ তাদের নেতৃত্ব দিচ্ছিল দুই ধৃত৷ রাস্তায় নেমে সিআরপিএফ ও পুলিশের জওয়ানদের উপর পাথর ছোড়া শুরু করে বিক্ষোভকারীরা৷ এই পরিকল্পনার কথা আগে থেকেই জানতেন গোয়েন্দারা৷ নমাজের আগেই স্থানীয়দের মধ্যে মিশে যান ছদ্মবেশী পুলিশকর্মীরা৷ জায়গা বুঝে দাঁড় করিয়ে রাখা হয় ‘প্রিজন ভ্যান’৷ উন্মত্ত জনতা যখন পাথর নিক্ষেপে ব্যস্ত তখনই হঠাৎ দুই পাণ্ডাকে জাপটে ধরেন ছদ্মবেশী পুলিশকর্মীরা৷ অন্য বিক্ষোভকারীদের দূরে রাখতে খেলনা বন্দুক বের করেন তাঁরা৷ প্রায় সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী৷ বাকিরা কিছু বুঝে ওঠার আগেই দুই ধৃতকে গাড়িতে করে নিয়ে যায় পুলিশ৷
এই অভিযানের ফল মেলে সঙ্গে সঙ্গেই৷ দুই নেতার এহেন দশা দেখে হতভম্ব হয়ে যায় পাথর নিক্ষেপকারীরা৷ কোনওমতে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে বাঁচে তারা৷ কাশ্মীর পুলিশের এহেন কৌশল প্রবল সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়৷ পুলিশকর্মীদের তৎপরতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা৷ উল্লেখ্য, ২০১০ সালেও এভাবেই পাথর নিক্ষেপকারীদের পাকড়াও করেছিল কাশ্মীর পুলিশ৷ প্রায় বছর দুয়েক ৷আগে এই কৌশল কাজে লাগায় ইজরায়েলের নিরাপত্তা বাহিনী৷ প্যালেস্তিনীয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রবল কার্যকরী হয় এই পদ্ধতি৷
[শহরে নিষিদ্ধ মাদক ‘ইয়াবা’র কারখানা! প্রচুর ট্যাবলেট-সহ ধৃত ৬]
The post ভিড়ে মিশে ‘মুখোশধারী’, কাশ্মীরে প্রমাদ গুনছে পাথর নিক্ষেপকারীরা appeared first on Sangbad Pratidin.