shono
Advertisement

তিন মাসের রসদ মজুত, ‘যুদ্ধ’ আবহে কাশ্মীরিদের আশ্বস্ত সেনা আধিকারিকদের

ইতিমধ্যেই খাদ্যপণ্য উপত্যকার বিভিন্ন জায়গায় বণ্টন করা হচ্ছে৷ The post তিন মাসের রসদ মজুত, ‘যুদ্ধ’ আবহে কাশ্মীরিদের আশ্বস্ত সেনা আধিকারিকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:02 PM Aug 06, 2019Updated: 01:02 PM Aug 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গরাজ্যের মর্যাদা খোয়ানোর পর কাশ্মীর উপত্যকা রাজনৈতিকভাবে যে একেবারে ঠান্ডা হয়ে যাবে, সে বিষয়ে নিশ্চিত নন কেউই৷ পালটা প্রতিরোধে আশঙ্কায় তাই আগেই প্রস্তুতি সেরে ফেলেছে কেন্দ্র৷ দফায় দফায় প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে সেখানে৷ তা সত্ত্বেও কোনও কারণে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলেও কোনও সমস্যা নেই৷ উচ্চপদস্থ এক সেনা আধিকারিক জানাচ্ছেন, আগামী ৩ মাসের জন্য কাশ্মীরিদের পর্যাপ্ত রসদ মজুত আছে৷ তাই যুদ্ধের আবহেও চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: দিল্লির জাকিরনগরের বহুতলে বিধ্বংসী আগুন, মৃত দুটি শিশু-সহ ৬]

শ্রীনগরের প্ল্যানিং কমিশনার রোহিত কানসালের কথায়, ‘পর্যাপ্ত খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করা হয়েছে৷ তা উপত্যকার বিভিন্ন জায়গায় বণ্টনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ চাল, গম, মাংস, ডিম, জ্বালানি সবই ৩ মাসের জন্য মজুত৷ কোথাও কোনও অভাব হবে না৷ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কোনও ছেদ পড়বে না৷’ তিনি আরও জানিয়েছেন, ‘সরকারের তরফে সাধারণ নাগরিকদের কাছে একটাই আবেদন, আপনারা শান্তি বজায় রাখুন৷ আপনাদের সুরক্ষায় অনেক সেনা মোতায়েন করা হয়েছে৷ কোনও সমস্যা হবে না৷’

ইতিমধ্যেই উপত্যকার পরিস্থিতি বুঝতে সেখানে সশরীরে হাজির হয়ে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ অর্থাৎ, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা যে হবেই, তা আঁচ করেই সেখানে নিজে পৌঁছে গিয়েছেন দোভাল৷ তবে কোনওরকম অশান্তি রুখতে সদা তৎপর সেনা, প্রশাসন৷ প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি ৩৭০ ধারা অবলুপ্তির বিরোধিতা করেছেন৷ সেই বিরোধিতা যাতে জনগণের উপর প্রভাব ফেলতে না পারে, তার জন্য তাঁদের প্রথমে গৃহবন্দি ও পরে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা৷ এছাড়া ইন্টারনেট, মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে৷ ফলে বাকি দেশের সঙ্গে উপত্যকা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, তাতে শান্তি বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন৷ জায়গায় জায়গায় জমায়েত করা নিষিদ্ধ হয়েছে৷ সমস্ত রাস্তায় নাকা চেকিং চলছে৷ এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে কোনও পর্যটকের প্রবেশ নিষিদ্ধ৷

[ আরও পড়ুন: গৃহবন্দিত্ব থেকে সোজা বন্দিদশা, ৩৭০ বিলুপ্তির পরই গ্রেপ্তার আবদুল্লা-মুফতি]

যদিও অনেকেই মনে করছেন, এভাবে কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে কাশ্মীর উপত্যকায় যুদ্ধের আবহ তৈরি হতে পারে৷ আর সেই আশঙ্কা দমন করে সাধারণ মানুষকে নিশ্চিন্ত করতেই বারবার সেনা প্রশাসন এই আশ্বাসই দিচ্ছে, যুদ্ধ হলেও দৈনন্দিন জীবনযাপনে কোনও প্রভাব পড়বে না৷ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলেছেন, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং তাইই থাকবে৷’

The post তিন মাসের রসদ মজুত, ‘যুদ্ধ’ আবহে কাশ্মীরিদের আশ্বস্ত সেনা আধিকারিকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement