shono
Advertisement

অপারেশনের পর আপাতত কথা বলা বন্ধ কেজরির

অপারেশনের জেরে কিছুদিন কথা বলা মানা দিল্লির মুখ্যমন্ত্রীর৷ The post অপারেশনের পর আপাতত কথা বলা বন্ধ কেজরির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 PM Sep 16, 2016Updated: 03:28 PM Sep 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত কয়েকদিন স্বস্তিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন না ক’টাদিন অন্তত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন না৷ অবশ্য মোদি-কেজরি বিরোধিতায় যে ইতি পড়ল তা নয়৷ আসলে অপারেশনের জেরে কিছুদিন কথা বলা মানা দিল্লির মুখ্যমন্ত্রীর৷

Advertisement

কেজরিওয়ালের কাশির সমস্যা দীর্ঘদিনের৷  বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার চলাকালীনও ক্রমাগত কাশতে দেখা যেত তাঁকে৷ ক্রনিক কাশির সমস্যায় ভুগতেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ প্রায় ৪০ বছর ধরে এ সমস্যা আছে তাঁর৷ জানা গিয়েছে, এক বিশেষ রোগের কারণে তাঁর জিভের আকৃতিও একটু বড়৷ এছাড়া অন্য কিছু সমস্যা থাকার দরুণ কথা বলার সময় বারবার কাশি হতো কেজরিওয়ালের৷ এ কারণেই ছোট্ট একটি অপারেশন হয়েছে তাঁর৷ বেঙ্গালুরুর এক হাসপাতালে সম্প্রতি হয়েছে সেই অপারেশন৷ আর তাই দিল্লির মুখ্যমন্ত্রীকে কিছুদিন কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷

তাই আপাতত মোদির বিরুদ্ধে কটাদিন অভিযোগ জানিয়ে সরব হতে পারবেন না কেজরি৷ কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন তিনি, তার ভিত্তিতেই চিকিৎসকরা তাঁকে কথা বলার নির্দেশ দেবেন বলে জানা যাচ্ছে৷

 

The post অপারেশনের পর আপাতত কথা বলা বন্ধ কেজরির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement