সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিল ভাইরা খেলবেন ইস্টবেঙ্গলে (East Bengal)। সব ঠিকঠাক থাকলে, লাল-হলুদের গোল আগলাতে দেখা যাবে কেরল ব্রাস্টার্সের প্রতিশ্রুতিমান গোলকিপার প্রভসুখান গিলকে (Prabhsukhan Gill )। তাঁর দাদা গুরসিমরাত সিং গিলেও ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে।
পরিস্থিতি এখন যেদিকে গড়াচ্ছে তাতে গিল ভাইদের নতিন ঠিকানা হতে চলেছে ইস্টবেঙ্গল। প্রভসুখান গিলের জন্য ১.২ কোটি ট্রান্সফার ফি কেরল ব্লাস্টার্সকে দিতে প্রস্তুত লাল-হলুদ শিবির।
[আরও পড়ুন: তীব্র সমালোচনার শিকার অধিনায়ক রোহিত, হিটম্যানের হয়ে সওয়াল ভাজ্জির]
গত কয়েকবছরে গোলকিপিং নিয়ে সমস্যায় ভুগেছে ইস্টবেঙ্গল। সেই সমস্যা কাটাতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড। সেই কারণেই প্রভসুখান গিলকে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইস্টবেঙ্গল।
নতুন মরশুমের জন্য দলগঠন পুরোদমে চলছে ইস্টবেঙ্গলে। একাধিক বিদেশি ফুটবলারের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। দেশীয় ফুটবলারদেরও সই করাচ্ছে। আগের বছর গুলোর ব্যর্থতা ভুলে সাফল্যের খোঁজে ইস্টবেঙ্গল। নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত এসে পড়বেন শীঘ্রই। কলকাতা লিগে এখনও অভিযান শুরু করেনি ইস্টবেঙ্গল। পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষিত হওয়ার পরই মাঠে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড। তার পরই রয়েছে ডুরান্ড কাপ। ডুরান্ডের সূচিও ঘোষিত হয়েছে। নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দিকে তাকিয়ে সমর্থকরা।