shono
Advertisement
Baba Ramdev

বিভ্রান্তিকর বিজ্ঞাপন! রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা

এর আগে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য শীর্ষ আদালতেও ক্ষমা চাইতে হয়েছে রামদেবকে।
Published By: Subhajit MandalPosted: 11:08 AM Feb 02, 2025Updated: 11:11 AM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের মামলায় আরও বিপাকে যোগগুরু রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণ। দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিল কেরলের এক আদালত। পতঞ্জলির এক ওষুধের বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলা চলছে কেরলের পালাক্কাড় আদালতে।

Advertisement

পালাক্কাড়ের ওই আদালত রামদেব ও বালাকৃষ্ণর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলায় ১ ফেব্রুয়ারি তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু দুজনের কেউই হাজিরা দেননি। তারপরই আদালত পতঞ্জলির দুই কর্ণধারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রামদেব এবং বালাকৃষ্ণকে কেরলের ওই আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যালোপ্যাথি ওষুধের ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন এবং ‘মিথ্যে’ প্রচারের অভিযোগে রামদেব, বালকৃষ্ণ এবং পতঞ্জলির বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বহু মামলা চলেছে। স্রেফ কেরলেরই বিভিন্ন আদালতে অন্তত গোটা দশেক মামলা রয়েছে রামদেবের বিরুদ্ধে। এর আগে একাধিক আদালতে এ নিয়ে তিরস্কারও শুনতে হয়েছে রামদেবকে। এমনকী শাস্তিও পেতে হয়েছে।

এর আগে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য শীর্ষ আদালতেও ক্ষমা চাইতে হয়েছে রামদেবকে। এমনকী সুপ্রিম নির্দেশে বিভিন্ন ভাষার মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চাইতে হয় পতঞ্জলিকে। তার জন্য মোট ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। সেপ্রসঙ্গে শীর্ষ আদালত সাফ জানায়, যত টাকাই ব্যয় হয়ে থাকুক না কেন সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে নিস্তার পেলেও দেশের অন্যান্য আদালতে এখনও একাধিক মামলার জেরে চাপে রয়েছেন যোগগুরু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের মামলায় আরও বিপাকে যোগগুরু রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণ।
  • দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিল কেরলের এক আদালত।
  • পতঞ্জলির এক ওষুধের বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলা চলছে কেরলের পালাক্কাড় আদালতে।
Advertisement