shono
Advertisement

কেরলের বন্যা দুর্গতদের জন্য এই যুবক যা করলেন জানলে কুর্নিশ করবেন

রাতারাতি নেটদুনিয়ায় হিরো নৌশাদ৷ The post কেরলের বন্যা দুর্গতদের জন্য এই যুবক যা করলেন জানলে কুর্নিশ করবেন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Aug 13, 2019Updated: 05:27 PM Aug 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খালি হাতে এসেছি, খালি হাতে যাব – জীবনের এই মহৎ দর্শন সকলেই জানেন৷ কিন্তু মেনে চলেন ক’জন? সংখ্যাটা একেবারেই হাতে গোনা৷ আর সেই বিরল মানুষদের তালিকা থেকেই খুঁজে পাওয়া গেল একজনকে৷ বন্যা বিপর্যস্ত কেরলের বাসিন্দা নৌশাদ৷ বন্যাত্রাণে তিনি নিজের পুঁজির সমস্তটা মুক্তহস্তে দান করে দিয়েছেন একবারও না ভেবে৷ আর রাতারাতিই তিনি হয়ে উঠেছেন নেটদুনিয়ার আরেক হিরো৷

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রাহুল, স্থানীয়দের সঙ্গে কথা বলতে যাবেন কাশ্মীরে!]

কোচির মধ্য চল্লিশের বস্ত্র ব্যবসায়ী নৌশাদ৷ পুজো এবং আসন্ন উৎসবের মরশুমে বিক্রি করবেন বলে সদ্য বাজার করে এনেছিলেন তিনি৷ নতুন নতুন জামাকাপড় ভরা অন্তত ১০টি বস্তা৷ সব ছিল বাড়িতে৷ এমনই সময়ে তুমুল বৃষ্টি ভাসিয়ে দিল গোটা কেরলকে৷ কোচির অর্ধেকাংশই চলে গিয়েছে জলের নিচে৷ এই পরিস্থিতিতে শুধুমাত্র সরকারি সেনা, উদ্ধারকারী দলের সদস্যদের উপর ভরসা না করে নিজেরাই কাজে নেমেছেন স্থানীয় বাসিন্দারা৷ যেখানে তুলনায় ভাল পরিস্থিতি, সেই এলাকায় গিয়ে বাড়ি বাড়ি থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবকদের দল৷ সেভাবেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন নৌশাদের বাড়িতে৷ দুর্গতদের জন্য কিছু দান করার আবেদন করা হয় তাঁকে৷

সেই আবেদনে সাড়া দিয়ে নৌশাদ যা দিলেন, তা দেখে অবাক স্বেচ্ছাসেবকরাও৷ এক, দুটো নয়, একেবারে ১০টি বস্তাভরতি নতুন জামাকাপড় এনে দেন তিনি৷ শুধু তাই-ই নয়৷ সেসব বস্তা মাথায় চাপিয়ে তিনি নিজেই নৌকা করে উদ্ধারকারী দলের সঙ্গে পৌঁছে যান ত্রাণ শিবিরে৷ তাঁর কথায়, ‘যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন তো কিছু সঙ্গে নিয়ে যেতে পারব না৷ লাভ-লোকসানের কথাই যদি বলেন, তাহলে দুর্গতদের জন্য জামাকাপড় দেওয়ার মধ্যেই আমার লাভ লুকিয়ে রয়েছে৷এভাবেই কি আমাদের ইদ পালন করা উচিৎ নয়?’ অথচ এই ১০ বস্তা জামাকাপড় বিক্রি করলে অন্তত বিনিয়োগের টাকাটা তো হাতে পেতেন নৌশাদ! একথা শুনে তিনি বলছেন, ‘এখন আর লাভ-ক্ষতির কথা ভাবছিই না৷ বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্য না করলে নিজের কাছে কী বলব?’

[আরও পড়ুন: বিমানে যান্ত্রিক ত্রুটি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গড়করি]

জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা নৌশাদের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ প্রচুর মানুষ তা দেখে মুগ্ধ৷ আরও ছড়িয়ে পড়ছে৷ রাজ্যের মন্ত্রীরও তাঁর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ৷ বলা হচ্ছে, এত বড় বিপর্যয়ের মাঝে নিজেদের এত বড় হৃদয় দিয়েই সকলকে ভরসা জুগিয়ে চলেছেন নৌশাদের মতো গুটিকয়েক মানুষজন৷

The post কেরলের বন্যা দুর্গতদের জন্য এই যুবক যা করলেন জানলে কুর্নিশ করবেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement