সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন সফল হল। শনিবার, দিল্লির এইমস হাসপাতাল সূত্রে এমনটাই খবর মিলেছে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। ৫ জন চিকিৎসক এই অস্ত্রোপচার করেন। তাঁদের মধ্যে ছিলেন এইমসের ডিরেক্টর এম সি মিশ্র, সার্জন ভি কে বনশল, ভি সিনু ও নেফ্রোলজিস্ট সন্দীপ মহাজন।
এইমস সূত্রে খবর, বিদেশমন্ত্রীর কিডিনিদাতা একজন অপরিচিত। গত নভেম্বরের ৭ তারিখে এইএমসে ভর্তি হন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ১৬ নভেম্বর তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেই জানা যায়, কিডনি বিকল হওয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি জনসমক্ষে আসতেই অনেকেই তাঁকে কিডনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁদেরকে পাল্টা টুইট করে ধন্যবাদজ্ঞাপনও করেন সুষমা।