রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আইপিএল ট্রফি থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে আছে নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারাতে পারলেই বহুপ্রতীক্ষিত ট্রফি চলে আসবে গম্ভীর বাহিনীদের হাতে। সমাপ্তি ঘটবে দীর্ঘ দশ বছরের অপেক্ষার। তার আগে সাংবাদিক বৈঠকে ফাইনালের পরিকল্পনার আভাস দিয়ে গেলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই সঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন বোর্ডের (BCCI) উপরেও।
চলতি আইপিএলে বারবার নাইটদের ভরসা জুগিয়েছেন সুনীল নারিন। ব্যাটে-বলে অনবদ্য ক্যারিবিয়ান তারকা। অন্যদিকে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে আছেন বরুণ চক্রবর্তী। তাঁর স্পিন ঘূর্ণিতে বাজিমাত করেছেন শ্রেয়সরা। ফাইনালের আগে এই দুই নাইট তারকাকেই সেরা অস্ত্র ধরছেন অধিনায়ক। তিনি বলেন, "ফাইনালে ওদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উইকেট কীভাবে তুলতে হয়, সেটা দুজনেই ভালো মতো জানে। মাঝের দিকে বিপক্ষের রানরেটের দিকে নজর রাখলেই ওদের প্রভাব পরিষ্কার হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, ওরা যদি সেরাটা দিতে পারে, তাহলে সাফল্য আসতে বাধ্য।"
[আরও পড়ুন: আইপিএল ফাইনালে রেমালের থাবা! ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে?]
আইপিএলের আগে পিঠের যন্ত্রণায় ভুগছিলেন শ্রেয়স। তার পরেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। অথচ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন নাইট অধিনায়ক। এদিন তিনি বলেন, "বিশ্বকাপের পর বড় ফরম্যাটের ম্যাচে আমার সমস্যা হচ্ছিল। যখন আমি সে বিষয়ে জানাই, তাঁরা কেউ গা করেনি। ফলে এটা ছিল আমার নিজের সঙ্গে নিজের লড়াই। সেই সময় আইপিএল শুরু হওয়ার মুখে ছিল। আমি শুধু নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। সেভাবেই পরিকল্পনা সাজাই। আর তার জন্যই আমরা আজ ফাইনালে দাঁড়িয়ে আছি।" সেই সঙ্গে গম্ভীরের মগজাস্ত্রের কথাও উল্লেখ করেন তিনি।
কম যান না হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সও। আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড নিজেরাই ভেঙেছেন তারা। ফাইনাল নিয়েও একই স্ট্র্যাটেজি অজি বোলারের। তিনি বলেন, "পিচ যেমনই হোক, আমরা আগ্রাসী ক্রিকেট থেকে সরব না।" সাংবাদিক সম্মেলনে হালকা মেজাজে ছিলেন দুই অধিনায়কই। তবে রবিবারের ম্যাচে নিঃসন্দেহে আবহ বদলে যাবে। ট্রফির লড়াইয়ে কেউ এক ইঞ্চি মাটিও ছাড়বে না একে-অপরকে।