সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন আছেন লোকেশ রাহুল (KL Rahul)? ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর চুঁইয়ে আসছে, তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।
এগিয়ে আসছে এশিয়া কাপ। এখনও দল নির্বাচন হয়নি ভারতের। কিন্তু লোকেশ রাহুল এনসিএ-তে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। সেই সঙ্গে উইকেট কিপিংও।
তা দেখে অনেকেই আশাবাদী যে লোকেশ রাহুল এশিয়া কাপের দলে ফিরতে চলেছেন। সংবাদ সংস্থা পিটিআই-কে একটি সূত্র জানিয়েছে, ”এনসিএ-তে ম্যাচ পরিস্থিতি তৈরি করে রাহুলের ফিটনেস দেখে নেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং ও উইকেট কিপিং করেছে লোকেশ রাহুল। এই সপ্তাহের গোড়ার দিক থেকে ব্যাটিং শুরু করেছে রাহুল। এখন কিপিংও করছে। ফিটনেসের দিক থেকে বেশ ভাল জায়গায় রয়েছে লোকেশ।”
[আরও পড়ুন: এবি ডিভিলিয়ার্সের মতে চার সেমিফাইনালিস্ট কারা? নাম জানলে চমকে উঠবেন]
এর প্রেক্ষিতেই মনে করা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে লোকেশ রাহুলের প্রত্যাবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা। শ্রেয়স আইয়ার এনসিএ-তে রিহ্যাব করছেন। তাঁকে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন শুরু করেছেন শ্রেয়স আইয়ারও। ফিটনেসের দিক থেকে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছেন। শ্রেয়স সম্পর্কে সিদ্ধান্ত হয়তো কয়েকদিন পরেই নেওয়া হবে।
লোকেশ রাহুলের প্রত্যাবর্তন ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা কমাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাহুলের উপস্থিতি টিম ইন্ডিয়ার শক্তিও বাড়াবে। এশিয়া কাপের দলে শেষপর্যন্ত লোকেশ রাহুলকে রাখা হয় কিনা সেটাই দেখার।
[আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করার ১৫ বছর, অনুপ্রেরণার আরেক নাম বিরাট কোহলি]