shono
Advertisement

KMC Election: যাত্রীদের ইউনিফায়েড কার্ড থেকে দুর্গাপুজোকে বিশেষ মর্যাদা, প্রকাশ্যে বিজেপির ইস্তেহার

তৃণমূলের একাধিক প্রতিশ্রুতিরই পুনরাবৃত্তি করেছে বিজেপি।
Posted: 05:19 PM Dec 08, 2021Updated: 05:28 PM Dec 08, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটের (KMC Election) বাদ্যি বেজে গিয়েছে। জোরকদমে চলছে প্রচারও। এর মাঝেই কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করল বঙ্গ বিজেপি (BJP)। সেই ইস্তেহারে অবশ্য তৃণমূলের একাধিক কর্মসূচিরই পুনরাবৃত্তি রয়েছে। 

Advertisement

কলকাতার স্বাস্থ্য থেকে নিরাপত্তা, পরিবেশ থেকে সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে উন্নতির একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রয়েছে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনাও।

এক ঝলকে দেখে নিন বিজেপির পুরভোটের ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি:

  • ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’।
  • পাড়ায় পাড়ায় হবে সরকারি চিকিৎসা কেন্দ্র।
  • ‘হর ঘর জল প্রকল্প’ ও আম্রুত প্রকল্পে মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। বলে রাখা ভাল, ইতিমধ্যে কলকাতার সমস্ত বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গিয়েছে।
  • বাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণ। যদিও ইতিমধ্যে কলকাতার বয়স্কদের জন্য সেই প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার।
  • কলকাতাকে দূষণ মুক্ত করতে ১০টি স্মোগ টাওয়ার তৈরি হবে।

[আরও পড়ুন: সেনা চপার দুর্ঘটনা LIVE UPDATE: চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই মৃত! দাবি ANI সূত্রের]

  • বর্জ্য পদার্থ নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা। কলকাতার জন্য নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। 
  • আদিগঙ্গার পুনরজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
  • দুর্গাপুজোর প্রতিমা তৈরি থেকে বিসর্জন-প্রতিটি ঘটনা তুলে ধরার জন্য জাদুঘর তৈরি হবে। দুর্গাপুজোর প্রধান মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানোর জন্য থাকবে সরকারি ট্যুর গাইড। রাজ্যের তৃণমূল সরকার দুর্গাপুজোর জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে। ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করা থেকে প্রতিমা বিসর্জনের সময় কার্নিভালের আয়োজন করা হয়েছে। 
  • পাড়ায়-পাড়ায় সংগীতের শিক্ষাকেন্দ্রে তৈরি হবে।
  • কলকাতা মেট্রো, ট্রেন, ট্রাম, বাস যাত্রীদের জন্য ইউনিফায়েড কার্ড আনার পরিকল্পনা করা হয়েছে।

[আরও পড়ুন: Nagaland Firing: এলোপাথাড়ি গুলি ছুঁড়েছিল সেনা, আমাদের থামতেও বলেনি, অভিযোগ নাগাল্যান্ড গুলি কাণ্ডের আহতের]

আনুষ্ঠানিক প্রকাশের আগেই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর হাতে এসে পৌঁছেছিল গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহার। প্রসঙ্গত, সোমবার রাতে পাঁচতারা হোটেলে বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। সকলে তাঁর কাছে আলাদা করে সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, প্রচারের জন্য কর্মী, সমর্থক পাওয়া যাচ্ছে না। মণ্ডল সভাপতিরা নামছে না। সেই বৈঠকেই ইস্তেহার নিয়ে আলোচনা হয়।

রইল বিজেপির কলকাতা পুর নির্বাচনী ইস্তেহার

Manifesto_KMC_ViewMode-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement