সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশের কড়া নজরদারির মধ্যে দিয়ে শহরের বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন৷ কড়া নিরাপত্তার পাশাপাশি গঙ্গার ঘাটগুলি পরিষ্কার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে কলকাতা পুরসভা৷ মূলত, গঙ্গাদূষণ রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ ব্যবস্থাও নেওয়া হয়েছে৷
[কারখানা লাগোয়া নর্দমায় উদ্ধার দেহ, ‘ধর্ষণ করে খুন’ সন্দেহ পুলিশের]
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানিয়েছেন, বিসর্জনের সময় কলকাতা পুরসভারও বিশেষ নজরদারির ব্যবস্থা রেখেছে৷ বিসর্জনের জন্য অন্তত ৫০০ কর্মীকে গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে৷ পুরসভার ৪৫টি গাড়ি দিনরাত এক করে বিসর্জনের পর কাঠামো সরিয়ে দেওয়ার কাজে হাত লাগিয়েছে৷ গঙ্গায় ফুল, প্লাস্টিক ও কাঠামো ছড়িয়ে যাওয়া রুখতে পৃথক পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে৷ প্রতিমা জলে ফেলার সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে লরিতে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজে ইতিমধ্যেই নেমে পড়েছেন পুরসভার ৩০০ কর্মী৷ রাখা রয়েছে বার্জ, ক্রেন, লরি৷ ফুল, পাতা ফেলার জন্য পৃথক জায়গার ব্যবস্থা করা হয়েছে৷ রাতে প্রতিমা বিসর্জনের জন্য শহরের সবকটি ঘাটেই পর্যন্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
[বাইকে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনা, মৃত পড়ুয়া]
পুরসভা সূত্রে খবর, এখনও পর্যন্ত পুরোদমে ৩০০-র বেশি কর্মী কাজে নেমে পড়েছেন৷ রবিবার বিসর্জনের চাপ বাড়লে প্রয়োজনে আরও ৫০ জন কর্মীকে এই কাজে নামানো হবে বলে জানা গিয়েছে৷ যাতে কোনওভাবেই গঙ্গা দূষিত না হয়, সে ব্যাপারে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র পারিষদ৷ ঘাট পরিষ্কার রাখার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে বিসর্জন উপলক্ষে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে শহর কলকাতার ২৪টি ঘাটে কড়া নজরদারি চালানো হচ্ছে৷ নজরদারি করছে রিভার ট্রাফিক পুলিশও৷ ঘাটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা৷ তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার৷ এছাড়াও ঘাটগুলিতে রয়েছে লঞ্চের ব্যবস্থা৷ প্রস্তুত রয়েছে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দল৷
ছবি: অরিজিৎ সাহা
The post গঙ্গাদূষণ রুখতে প্রতিমা বিসর্জনে কড়াকড়ি কলকাতা পুরসভার appeared first on Sangbad Pratidin.