shono
Advertisement

আজিনামোটো, ধাতব রং ব্যবহার করায় চায়না টাউনে সতর্কিত ৩০ রেস্তোরাঁ

আচমকা অভিযান পুরসভা খাদ্য ভেজাল রোধ বিভাগের৷ The post আজিনামোটো, ধাতব রং ব্যবহার করায় চায়না টাউনে সতর্কিত ৩০ রেস্তোরাঁ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 AM Mar 24, 2017Updated: 05:20 PM Dec 28, 2019

স্টাফ রিপোর্টার: চায়না টাউনে আচমকা অভিযান পুরসভা খাদ্য ভেজাল রোধ বিভাগের৷ খাবারে আজিনামোটোর ও মেটালিক হলুদ রঙের ব্যবহার করার জন্য সতর্ক করা হল ৩০টি রেস্তোরাঁকে৷ ভবিষ্যতে একই ঘটনা ধরা পড়লে পড়তে হতে পারে কড়া শাস্তির মুখেও৷ এদিন পুরসভার স্বাস্থ্যকর্তা হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, “প্রাথমিক সতর্কবার্তা দেওয়া হয়েছে রেস্তোরাঁগুলির বিরুদ্ধে৷ এরপরও একই ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নিয়ে মামলা করা হবে৷”

Advertisement

পুরসভার ভেজাল রোধ বিভাগের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার আগাম কোনও নোটিস না দিয়েই অভিযান চালানো হয় চায়না টাউনে ছোট-বড় রেস্তোরাঁগুলিতে৷ একেবারে রেস্তোরাঁর হেঁশেল-এ গিয়ে উপস্থিত হন মেয়র পারিষদ, ফুড ইনস্পেক্টররা৷ সেখানেই হাতেনাতে খাবারে আজিনামোটোর সন্ধান পান তাঁরা৷ মেলে মেটালিক হলুদ রংও৷ যা স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করা হয়৷ চায়না টাউন এলাকায় পুরকর্তাদের অভিযানের খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই অনেক রেস্তোরাঁ মালিক আজিনামোটোর ও মেটালিক রং দ্রুত সরিয়ে ফেলেন বলেও অভিযোগ৷

[শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে]

তবে এদিন যেভাবে পুরকর্তারা হানা দিয়েছেন একাধিক রেস্তোরাঁয় তাতে আতঙ্কিত মালিকপক্ষ৷ এদিন চায়না টাউনের একাধিক রেস্তোরাঁয় রং মিশ্রিত সস, নিম্নমানের চাউ, ভিনিগার দেখে রেগে যান স্বাস্থ্যকর্তারা৷ এদিন মেয়র পারিষদ স্বাস্থ্য রেস্তোরাঁ মালিকপক্ষকে বলেন, “আপনারা ব্যবসা করুন, তাতে কোনও আপত্তি নেই৷ কিন্ত খাবারে ভাল মানের সামগ্রীর ব্যবহার করুন৷ প্রয়োজনে দাম বাড়ান কিন্তু ক্রেতাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন৷”

পুরসভা সূত্রে খবর, এই সতর্কবার্তা নেহাতই সাধারণ নয় তা বোঝাতে ফের যে কোনও সময় অভিযান চালানো হতে পারে চায়না টাউনে৷ তবে ভেজাল রোধ বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, পুরসভা একাধিকবার শহরের একাধিক বড় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে খাবারে নিম্নমানের সামগ্রী ও আজিনামোটোর মতো জিনিসের উপস্থিতি লক্ষ্য করেছে৷ তাঁদের বারবার বারণও করা হয়েছে৷ বেশ কিছু মামলাও করা হয়েছে৷ কিন্তু রেস্তোরাঁ মালিকরা সচেতন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ভুগতে হবে৷

[কে ডি সিংকে দলে নেওয়া ব্লান্ডার  হয়েছে: মুখ্যমন্ত্রী]

The post আজিনামোটো, ধাতব রং ব্যবহার করায় চায়না টাউনে সতর্কিত ৩০ রেস্তোরাঁ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement