shono
Advertisement

আসিফার বিচারের দাবিতে রাত জাগবে শহরের পড়ুয়ারা

বিচার চাই নৃশংস ধর্ষণ ও হত্যার। The post আসিফার বিচারের দাবিতে রাত জাগবে শহরের পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:06 PM Apr 13, 2018Updated: 06:21 PM Apr 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচার চাই! চাই আজাদি! নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে এবার রাত জাগার সিদ্ধান্ত নিল শহর তিলোত্তমার পড়ুয়ারা৷ রাজধানীর পড়ুয়াদের দেখানো পথে এবার আসিফা হত্যাকাণ্ডের প্রতিবাদ গলা মেলাতে জোট বাধছে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সিদ্ধান্ত হয়েছে, আসিফা হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আগামিকাল শনিবার রাতভর নন্দন চত্বরে অবস্থানে বসবেন পড়ুয়ারা৷

Advertisement

আজ, শুক্রবার সকালে ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ কোনও রাজনৈতিক দলের ঝান্ডা ছাড়াই এদিনের অবস্থান বিক্ষোভে বসেন বেশ কয়েকজন পড়ুয়া৷ মুখে কালো কাপড় বেঁধে বুকে পোস্টার সাঁটিয়ে চলে অবস্থান বিক্ষোভ৷

[‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’, শিশুদের বাঁচাতে পোস্টারে প্রতিবাদ নাগরিকদের]

আসিফা হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ৷ সোশ্যাল মিডিয়া ভর করে ক্ষোভে আগুন ছড়িয়ে পড়ে গোটা দেশে৷ রাজনৈতিক ব্যক্তিত্বরা একে একে সরব হচ্ছিলেন৷ মুখ খুলছিলেন সিনেমা ও খেলার জগতের বিশিষ্টরাও৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ঝাঁপিয়ে পড়েন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মধ্যরাতে ইন্ডিয়া গেটের সামনে মোমবাতি মিছিল করেন তিনি৷ আসিফা হত্যাকাণ্ডের বিচার চেয়ে বৃহস্পতিবার রাতে ইন্ডিয়া গেটের সামনে অবস্থান বিক্ষোভের সঙ্গে সুরে সুর মিলিয়ে শনিবার নন্দনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

[‘ধর্ষকদের আড়াল করতে জাতীয় পতাকা! এটা কি দেশদ্রোহিতা নয়?’]

এর আগেও দেশের যেকোনও বড় রাজনৈতিক বা অরাজনৈতিক ইস্যুতে বারংবার মুখ খুলেছেন এই দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ বিক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধ করে বিতর্কও জন্ম দিয়েছে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ তবুও, নিজেদের শিকড়ের টান ছেঁড়েনি প্রেসিডেন্সি ও যাদবপুর৷ পথে নেমে বুঝেয়ে দিয়েছে, পড়াশোনার পাশাপাশি রাজনৈতিকভাবেও তাঁর ততটাই সচেতন৷

The post আসিফার বিচারের দাবিতে রাত জাগবে শহরের পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement