সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে জাঁকিয়ে বসছে শীত। আজ মরসুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মহানগরের পাশাপাশি জেলাগুলিতেও পারদ নেমেছে এক ধাক্কায় অনেকটাই। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শ্রীনিকেতনে তাপমাত্রা ৯.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। বাঁকুড়ায় পারদ নেমেছে ১১.৩ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আসানসোলের তামপাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গেও শীতের দাপট অব্যাহত। কৃষ্ণনগরে তাপমাত্রা নেমেছে ১০.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার ফলে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। জলপাইগুড়িতে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি। মালদায় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই জমাটি ইনিংস আগামী কয়েকদিন একইভাবে জারি থাকবে বলে আবহওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
The post মরশুমের শীতলতম দিনে শহরের পারদ নামল ১২.৭ ডিগ্রিতে appeared first on Sangbad Pratidin.