সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: একে রবিবারের সকাল৷ তাই বেশ খানিকটা অলসতায় ভরা৷ তার উপর আবার আকাশের মুখভার৷ বেশ কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমার রাজপথ৷ কিন্তু তা বলে আজ তো আর বাড়ি বসে থাকলে চলবে না৷ কারণ, আগস্টের প্রথম রবিবার মানেই তা বন্ধুত্ব দিবস৷ কাছের বন্ধুদের সঙ্গে একসঙ্গে চলার অঙ্গীকারের দিন৷ এ দিন তাই বন্ধুদের সঙ্গে বিশেষ কোনও পরিকল্পনা না থাকলে জমে না৷ পুলিশের সঙ্গেও সাধারণ নাগরিকের সখ্য খুবই প্রয়োজন, সেকথা সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে কলকাতা পুলিশ৷
[আরও পড়ুন: আসন্ন কলেজ ভোটে বিরোধীদের বাধা নয়, ছাত্রনেতাদের স্পষ্ট নির্দেশ পার্থর]
পুলিশের সঙ্গে সাধারণ নাগরিকের সম্পর্ক খুব একটা মধুর নয়৷ বহুক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে৷ সেই অভিযোগকে মিথ্যে প্রমাণিত করে আমজনতার বন্ধু হয়ে ওঠার প্রচেষ্টা কলকাতা পুলিশের৷ তাই রবিবার সকালে শহরের বিভিন্ন প্রান্তে বন্ধুত্ব দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ লেক মল, রবীন্দ্র সরোবর, গড়িয়া, মানিকতলা, শ্যামবাজার, নিউ মার্কেট, ফ্যান্সি মার্কেট-সহ বিভিন্ন প্রান্তে চলবে এই কর্মসূচি৷ পথচলতিদের হাতে বেঁধে দেওয়া হবে ফ্রেন্ডশিপ ব্যান্ড৷
[আরও পড়ুন: জনসংযোগে বিজেপির টার্গেট দুর্গাপুজো, উদ্বোধনে আসছেন গম্ভীর-সানি দেওলরা!]
কেন পালিত হয় বন্ধুত্ব দিবস? ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকায়। ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসাবে পালন করে৷ বিশ্ব বন্ধুত্ব দিবসের প্রস্তাব করেন ডঃ আর্টেমিও ব্র্যাচো, ১৯৫৮ সালের ২০ জুলাই। বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। সেই অনুযায়ী আজও আগস্টের প্রথম রবিবারে পালিত হয় বিশ্ব বন্ধুত্ব দিবস৷ তাই আর দেরি না করে নতুন করে বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার জন্য বেরিয়ে পড়ুন৷ আজ না হয় গোটা দিনটাই কাটুক বন্ধুর সঙ্গে৷
The post তিলোত্তমার রাজপথে বন্ধুত্ব দিবস পালন, নয়া উদ্যোগ কলকাতা পুলিশের appeared first on Sangbad Pratidin.