shono
Advertisement

Breaking News

বঙ্গোপসাগরে আরও গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সপ্তাহান্তে বৃষ্টিপাতের জেরে পুজোর কেনাকাটা শিকেয়৷ The post বঙ্গোপসাগরে আরও গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 AM Sep 20, 2018Updated: 09:43 AM Sep 20, 2018

রিংকি দাস ভট্টাচার্য: সপ্তাহ শেষে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে আজ, বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতে ৪০-৫০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে৷ শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই নয়, পড়শি রাজ্য ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই নিম্নচাপের প্রভাবে আগামিকাল থেকে পুরীতে বৃষ্টি হতে পারে বলেও জানান আবহবিদরা৷

Advertisement

[অক্সফোর্ডের মতো যাদবপুরের ডি-লিট সম্মানও ফেরালেন শচীন]

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আর তার জেরেই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে৷ রাতভর হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে৷ ভারী বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে পুরী৷  আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সপ্তাহান্তে শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, পড়শি রাজ্যেও বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ার পাশাপাশি আগামী শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

[বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে তিন অভিযুক্তের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]

সপ্তাহান্তে নিম্নচাপের প্রবল বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ সামনেই পুজো৷ শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি৷ নিম্নচাপের জেরে চূড়ান্ত দুশ্চিন্তায় পড়েছেন কুমোরটুলির শিল্পীরা৷ নিম্নচাপ ঘনীভূত হতেই ক্রেতা-বিক্রেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷

The post বঙ্গোপসাগরে আরও গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement