shono
Advertisement

Breaking News

Kolkata

বড়দিনে রেভপার্টি? বিপুল মাদক-সহ ধৃত ২, সাফল্য কলকাতা পুলিশের

ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ মাদক?
Published By: Suhrid DasPosted: 05:20 PM Dec 22, 2024Updated: 06:22 PM Dec 22, 2024

অর্ণব আইচ: বড়দিন, বর্ষবরণের উৎসবের সময় রেভপার্টি? বড়সড় ছক বানচাল করল কলকাতা পুলিশ। আজ রবিবার ভোরবেলা দক্ষিণ কলকাতায় হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স শাখার আধিকারিকরা। বিপুল পরিমাণে মাদক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দুই জায়গায় এই অভিযান হয়।

Advertisement

এদিন ভোরবেলা পঞ্চসায়র, নয়াবাদ এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। মহম্মদ পারভেজ নামে বছর সাতাশের এক যুবককে ১০ তলার ওই ফ্ল্যাটে পাওয়া যায়। সেই ফ্ল্যাটে তল্লাশি চালাতে হতবাক হয়ে যান তদন্তকারীরা। ওই ফ্ল্যাট থেকে ১৩.৫০ গ্রাম মডিএমএ ট্যাবলেট, ৫.৬১০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে প্রায় দুই কেজি গাঁজাও। পুলিশের আরও একট দল বাইপাসের ধারের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে হানা দেয়। সেখানে প্রসেনজিৎ রায় নামে এক ব্যক্তিকে ধরে চলে তল্লাশি। তার থেকেও ১.৪১ গ্রাম মডিএমএ ট্যাবলেট পাওয়া গিয়েছে বলে খবর।

গ্রেপ্তার হওয়া দুই যুবক।

 

ধৃতদের বমাল সমেত লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে আরও জেরা করা চলছে। চলতি সপ্তাহ থেকে উৎসব শুরু হয়ে যাচ্ছে। বড়দিনের পরে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবে মাতবে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন অংশ। এইসময় মাদক ও বিভিন্ন নেশার দ্রব্য শহরে ঢোকার চেষ্টা চলে। রেভপার্টির আসরও বসে কলকাতার বিভিন্ন অংশে। সেজন্য আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ। সেখান থেকে এই সাফল্য বলে মনে করা হচ্ছে।

ধৃতরা কোথা থেকে এই পরিমাণ মাদক পেল? তারা কি বিক্রেতা? নাকি ডেলিভারি পার্সন হিসেবে কাজ করে? কলকাতায় এই মাদক পাচারচক্র কি সক্রিয় হচ্ছে? নাকি উৎসব উপলক্ষ্যে এই মাদক শহরে এসেছিল? একাধিক এইসব প্রশ্ন উঠে আসছে। পুলিশ সেইসব বিষয় খতিয়ে দেখছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের উৎসবের সময় রেভপার্টি?
  • বড়সড় ছক বানচাল করল কলকাতা পুলিশ।
  • বিপুল পরিমাণে মাদক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement