ফারুক আলম, বিধাননগর: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অফিসপাড়া সল্টলেকে (Salt Lake Accident)। বাসের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার। আহত হয়েছেন ১ জন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম আরতি দাস। তিনি পানিহাটির বাসিন্দা। আহত হয়েছেন তাঁর স্বামী অসীম দাস। এদিন সকালে, সল্টলেক কলেজ মোড়ের কাছে রাস্তা পাড় হচ্ছিলেন দু'জন। সেই সময় একটি বেসরকারি বাস ধাক্কা মারে তাঁদের। রাস্তায় ছিটকে পড়েন দু'জনে। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে ছুটটে থাকা বাসের সামনে পড়েন বৃদ্ধ-বৃদ্ধা। তারপরই ধাক্কা।
এই ঘটনা ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিয়ে তুলে দিয়েছে। সাম্প্রতিক কালে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বেপরোয়া বাস ও গাড়ির ধাক্কার বহু মৃত্যুর খবর শিরনামে উঠে এসেছে। তারপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে বাস মালিক ও চালকদের নিয়ে বৈঠকও হয়েছে। সেখানে সচেতনতার পাঠ দেওয়া হলেও চালকদের টনক নড়েনি। যাত্রীদের একাংশের অভিযোগ, অফিস টাইমে বাসের চালকরা নিজেদের মধ্যে রেষারেষি করেন। এদিকে বাসের বাইরে কার্যত বাদুরঝোলা অবস্থায় ঝোলেন যাত্রীরা। চালকদের কোনও হুঁশ থাকে না। গতি অনেক থাকায় সামনে কেউ চলে আসলে তা এড়াতেও পারেন না চালকরা।
