shono
Advertisement
AI Chatbot Bina

হাইটেক ভর্তি প্রক্রিয়া! কলেজে ভর্তির ওয়েবসাইটে পড়ুয়াদের সহায়তায় AI সমৃদ্ধ চ্যাটবট 'বীণা

কেন এই নামকরণ?
Published By: Paramita PaulPosted: 03:43 PM Jun 17, 2025Updated: 03:58 PM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ভর্তির পোর্টালে আবেদন করতে গিয়ে অনেক সময় ছোটখাটো সমস্যার মুখে পড়েন পড়ুয়ারা। সেই সময় কার থেকে সাহায্য নেবেন তাঁরা, বুঝে পান না। এবার সেই সমস্য়ার সমাধানে আর্টিফিশিয়াল ইনটালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিল রাজ্য সরকার। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, এবার কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে থাকছে AI সমৃদ্ধ চ্যাটবট 'বীণা'। দেবী সরস্বতীর হাতে থাকা বাদ্যযন্ত্র থেকেই অনুপ্রাণিত হয়ে নামকরণ।

Advertisement

কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের সঙ্গেই থাকবে চ্যাটবট 'বীণা'। যা সম্পূর্ণভাবে AI পরিচালিত। পোর্টাল সংক্রান্ত পড়ুয়াদের প্রাথমিক কিছু প্রশ্নের উত্তর দেবে এই চ্যাটবট। তবে আরও কোনও সমস্যা থাকলে তা নিয়ে ইমেল মারফত শিক্ষা সংসদকে প্রশ্ন করা যেতে পারে। তারা তার উত্তর দেবে।

কিন্তু কেন চ্যাটবটের নাম বীণা রাখা হল? উত্তরে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশেই দেবীর সরস্বতী শিক্ষার অধিষ্ঠাত্রী হিসেবে পূজিত হন। তাই তাঁর হাতে থাকা বাদ্যযন্ত্র থেকে অনুপ্রাণিত হয়েই কেন্দ্রীয় পোর্টালের চ্যাটবটের নামকরণ করা হল 'বীণা'।

আগামিকাল, বুধবার, থেকেই কেন্দ্রীয় পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। হাজার-হাজার পড়ুয়ার উৎকণ্ঠা কাটিয়ে আজ, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি, ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে এআই প্রযুক্তি-সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে শিক্ষাবিভাগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলেজে ভর্তির পোর্টালে আবেদন করতে গিয়ে অনেক সময় ছোটখাটো সমস্যার মুখে পড়েন পড়ুয়ারা।
  • সেই সময় কার থেকে সাহায্য নেবেন তাঁরা, বুঝে পান না।
  • এবার সেই সমস্য়ার সমাধানে আর্টিফিশিয়াল ইনটালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিল রাজ্য সরকার।
Advertisement