shono
Advertisement

বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে জেলা সভাপতি করার প্রতিবাদ! BJP কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার রাজ্যদপ্তরে

শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতেও দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের।
Posted: 06:18 PM Aug 08, 2023Updated: 06:36 PM Aug 08, 2023

দিশা আলম, বিধাননগর: দলের বিরুদ্ধে ভোটে লড়ে তিরস্কারের বদলে জুটেছে পুরস্কার! সরাসরি জেলা সভাপতি হয়েছেন। এবার তাঁর অপসারণ চেয়ে সল্টলেকে বিজেপির দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীরাই। যা নিয়ে বিড়ম্বনায় পড়েছে বঙ্গ বিজেপি। এদিন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতেও দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের।

Advertisement

এবার পঞ্চায়েত ভোটে কুলপি পঞ্চায়েত সমিতির ১০ নম্বর আসনে রামনগর গাজীপুরে বিজেপির বিরুদ্ধেই জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন নব্যেন্দু সুন্দর নস্কর। তাঁকেই এবার মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছে রাজ্য বিজেপি। রবিবার নয়া জেলা সভাপতিদের তালিকা প্রকাশের পর যা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন জেলার কর্মীরা। রাজ্য নেতাদের বড় অংশের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

[আরও পড়ুন: দল সরেছে মার্কসবাদের আদর্শ থেকে! অভিমানে সিপিএমের বহু কর্মীও SUCI’র ব্রিগেডে]

দুপুর গড়াতেই ক্ষোভ আছড়ে পড়ে দলের সদর দপ্তরে। বিক্ষোভ দেখাতে থাকে জেলার বিজেপি কর্মীরা। এমনকী, শমীক ভট্টাচার্যে পায়ে ধরে কান্নাকাটি করেন তারা। মথুরাপুর সাংগাঠনিক জেলার নেতা-কর্মীদের অভিযোগ, “নব্য়েন্দু তৃণমূলের দালাল। ওঁর জন্য বিজেপি প্রার্থী হেরে গিয়েছে। রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে জেলা সভাপতি হয়েছেন। ওঁকে না সরালে দলের বড় ক্ষতি হয়ে যাবে।”

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য় চেষ্টা করেন দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমন করার। কিন্তু কোনও লাভ হয়নি। নিজেদের দাবিতে অনড় ছিলেন তাঁরা। বিজেপির এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “বিজেপি সার্কাসের দল তাই এসব হয়।”

[আরও পড়ুন: মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে গ্রেপ্তার ১, ষড়যন্ত্রের ‘নীল নকশা’ জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement