shono
Advertisement

Breaking News

BLO Protest

দিতে হবে আর্থিক সাহায্য, মৃত বিএলওদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে বিক্ষোভ, ধুন্ধুমার

ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে আন্দোলনরত বিএলওরা ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।
Published By: Kousik SinhaPosted: 03:06 PM Dec 04, 2025Updated: 06:36 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে ফের উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরের সামনে। মৃত বিএলওদের পরিবারদের আর্থিক সাহায্য, সময় বাড়ানো-সহ একাধিক দাবিতে আজ বৃহস্পতিবার মিছিলের ডাক দেয় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। মিছিলে মৃত বিএলওদের পরিজনরাও এদিন ছিলেন। কিন্তু পুলিশের তরফে সেই মিছিল আটকানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে আন্দোলনরত বিএলওরা ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। যা নিয়ে একেবারে রণক্ষেত্র আকার নেয় গোটা এলাকা। আন্দোলনকারীদের দাবি, 'আগে থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সময় চাওয়া হয়েছিল। এরপরেও তাঁদের আটকানো হচ্ছে।'' 

Advertisement

অতিরিক্ত কাজের চাপ-সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরের সামনে অবস্থান করছেন বিএলওরা। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’ এই নামে চলছে এই অবস্থান বিক্ষোভ। আজ বৃহস্পতিবার এই অবস্থানে যোগ দেন মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও। আন্দোলনকারীদের দাবি, 'অসহ্য কাজের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাঁদের। যে সাতদিন সময় বাড়ানো হয়েছে তাও যথেষ্ট নয় বলে দাবি। পাশাপাশি মৃতের পরিবারদের আর্থিক সাহায্য করতে হবে বলেও এদিন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান  ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। 

বিএলওদের বিক্ষোভে তীব্র উত্তেজনা।

বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেও শুভেন্দু অধিকারীকে ঘিরে বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিইও-র দপ্তর। বিরোধী দলনেতাকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই অবস্থায় নিরাপদ জায়গায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তর সরানোর দাবি জানান শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন করে ফের উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরের সামনে।
  • ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
Advertisement