shono
Advertisement
SSC Recruitment

গ্রুপ সি এবং গ্রুপ ডি'তে থাকা 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

নিয়োগ মামলায় ফের জট।
Published By: Kousik SinhaPosted: 03:37 PM Dec 01, 2025Updated: 04:14 PM Dec 01, 2025

গোবিন্দ রায়: নিয়োগ মামলায় ফের জট। গ্রুপ সি এবং গ্রুপ ডি'তেও এবার 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। র‍্যাঙ্ক জাম্প করা প্রার্থী, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া প্রার্থী তো বটেই, যাদের ওএমআর মিসম্যাচ করেছে, সবার পূর্ণাঙ্গ তালিকায় প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে 'দাগি'দের নামের পাশাপাশি রোল নম্বর, বাবার নাম তালিকায় রাখতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কর্মরত ছিলেন, তার বিস্তারিত তথ্য দিয়ে তালিকায় প্রকাশ করতে হবে বলেও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ কলকাতা হাই কোর্টের।

Advertisement

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী, মোট ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। স্কুল সার্ভিস কমিশনের মামলায় এদিন আইনজীবীরা অভিযোগে জানান, এসএসসি টেন্টেড হিসেবে ৩৫১২ জনের তালিকা প্রকাশ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় এসএসসি জানায় টেন্টেড প্রার্থীর সংখ্যা ৭২৯৩। এরপরই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, নন টিচিং স্টাফদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে স্পষ্ট করে অযোগ্যদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। এমনকী ৭২৯৩ প্রার্থীদের বিস্তারিত তথ্য জানিয়ে নতুন করে তালিকা এসএসসি-কে প্রকাশ করতে হবে বলেও এদিন নির্দেশে জানান বিচারপতি সিনহা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের তালিকাও তলব করেছেন বিচারপতি। যা নিয়ে প্রবল চাপে এসএসসি। এর মধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি'তেও এবার 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিয়োগ মামলায় ফের জট।
  • গ্রুপ সি এবং গ্রুপ ডি'তেও এবার 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
Advertisement