shono
Advertisement

Breaking News

Calcutta HC

পুকুর বুজিয়ে প্রাসাদ! কামারহাটির 'ত্রাস' জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে সময় বেঁধে দিল আদালত

শুক্রবার রাতেই তার বাড়িতে পুরসভার নোটিস দেওয়া হয়েছে বলে খবর।
Published By: Sucheta SenguptaPosted: 11:57 PM Nov 07, 2025Updated: 12:00 AM Nov 08, 2025

গোবিন্দ রায়: কামারহাটি 'ত্রাস' জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি ভাঙতে এবার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ, চার সপ্তাহের মধ্যেই ওই বাড়িটি ভেঙে ফেলতে হবে। সূত্রের খবর, আদালতের এই নির্দেশের পর জয়ন্ত সিংয়ের বাড়িতে এই সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে পুরসভার তরফে। এখন অপেক্ষা প্রাসাদোপম ওই বাড়ি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার।

Advertisement

পুকুর ভরাট করে একেবারে প্রাসাদোপম বাড়ি তৈরি করেছিল কামারহাটি এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং। একাধিক সমাজবিরোধী মূলক কার্যকলাপে অভিযুক্ত হয়ে এখন সে জেলবন্দি। তবে জয়ন্তর এই বাড়ি তৈরির জেরে এলাকার রাস্তা সংকীর্ণ হয়ে যায় এবং আশপাশের বাসিন্দারা ব্যাপক সমস্যার মুখে পড়েন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেখানে এত বড় বাড়ি, ওটা আগে একটা পুকুর ছিল। সেই পুকুর বুজিয়ে বাড়ি বানানো হয়। এমনকী সামনে ডোবার একটি অংশও দখল করে নির্মাণকাজ হচ্ছে। এই অভিযোগ পেয়ে পুরসভা তদন্তে নামে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, সত্যিই সেখানে পুকুর বুজিয়ে প্রাসাদ তৈরি হয়েছে।

এনিয়ে পুরসভা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলে আদালত বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিন্তু বাড়ির সামনে রাস্তা সরু। তাই মেশিন ঢুকিয়ে বাড়ি ভাঙা সম্ভব হচ্ছে না। এই সমস্যার কথা জানিয়ে আবারও আদালতে যায় পুরসভা। সেই মামলায় এবার বিচারপতি রাজা বসু চৌধুরী নির্দেশ দিয়েছেন, চার সপ্তাহের মধ্যে যেভাবেই হোক জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কামারহাটির 'ত্রাস' জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট।
  • আগামী ৪ সপ্তাহের মধ্যে যেভাবেই হোক প্রাসাদোপম বাড়িটি ভাঙতে হবে।
  • এই মর্মে শুক্রবার তার বাড়িতে নোটিস দিয়েছে পুরসভা।
Advertisement