shono
Advertisement
Bangladesh Deputy High Commission

বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাই কমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার!

মঙ্গলবার শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ।
Published By: Subhankar PatraPosted: 02:03 PM Dec 23, 2025Updated: 04:10 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার! বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা! পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের! উত্তেজনা এলাকায়। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, 'আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি।'

Advertisement

বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল ১১টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন উত্তেজিত জনতা।

একটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাই কমিশনের কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।  ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদেরকে নিয়ে প্রিজন ভ্যান এগোতেই, পুলিশের গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। পরে গাড়িটিকে বার করা হয়।

এই বিশৃঙ্খলার মাঝেই হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে পুলিশ।  বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘটনাস্থলে ছেড়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল র‍্যাফ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার!
  • বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা!
  • পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা।
Advertisement