ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বেফাঁস মন্তব্যের জেরে বরাবরই চর্চায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার দলের তরফে তাঁকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় হুমায়ুনকে রীতিমতো ধমক দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন, "তোমাকে এত কথা বলতে কে বলেছে?"। এর পরই অবিলম্বে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেন তিনি। বিধায়ককে সরাসরি জানান, তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ হবে তা তিনি নিজেই ঠিক করবেন। এদিকে কমানো হয়েছে হুমায়ুন কবীরের নিরাপত্তা।
গত সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দলের শৃঙ্খলারক্ষায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। তার ঠিক পরেরদিনই কোনও নির্দেশের তোয়াক্কা না করে বেফাঁস মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বুধবারই তাঁকে শোকজ করে দল। তিনদিনের মধ্যে জবাবের নির্দেশ দেওয়া হয়। এসবের মাঝেই বৃহস্পতিবার বিধানসভায় আসেন হুমায়ুন। অধিবেশনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে দলের বিধায়করা দেখা করেন। কিন্তু প্রথমে হুমায়ুনকে যেতে দেখা যায়নি। পরবর্তীতে শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে নিয়ে যান মুখ্যমন্ত্রীর কাছে।
সূত্রের খবর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্য়ায় রীতিমতো ধমক দেন হুমায়ুন কবীরকে। প্রশ্ন করেন, যাবতীয় অভিযোগ নিয়ে শুধুমাত্র দলের অন্দরে কথা বলার নির্দেশ থাকা সত্ত্বেও সর্বত্র এত কথা কেন। বলেন, ''তোমাকে এত কথা বলতে কে বলেছে?" এর পরই তড়িঘড়ি শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, "তোমার বিরুদ্ধে কী পদক্ষেপ হবে, তা আমি দেখবো।" প্রসঙ্গত, এদিন বিধানসভায় সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। এদিকে কমানো হয়েছে হুমায়ুন কবীরের। বারবার বিতর্কিত মন্তব্যের জেরেই এই পদক্ষেপ বলে দাবি ওয়াকিবহল মহলের।