shono
Advertisement

চলতি মাসেই শুরু অনলাইনে কলেজে ভরতির প্রক্রিয়া, দিনক্ষণ জানিয়ে দিল উচ্চ শিক্ষা দপ্তর

বিশ্ববিদ্যালয়ে ভরতি শুরু সেপ্টেম্বরের গোড়ায়।
Posted: 03:27 PM Jul 02, 2022Updated: 04:00 PM Jul 02, 2022

দীপঙ্কর মণ্ডল: কলেজ (College) ও বিশ্ববিদ্যালয়ে (University) ভরতি প্রক্রিয়া হবে অনলাইনেই। ভরতির জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের। স্নাতক এবং স্নাতকোত্তরে ভরতির প্রক্রিয়া শুরুর দিনক্ষণ এবং নিয়মকানুন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর। জেনে নিন, কবে থেকে শুরু কলেজে ভরতির প্রক্রিয়া।

Advertisement

উচ্চমাধ্যমিকের (Higher Secondary) ফলাফল প্রকাশিত হয়েছে জুন মাসেই। কিন্তু কলেজে ভরতির প্রক্রিয়া এখনও শুরু হয়নি। উচ্চ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই মাসের মাঝামাঝি শুরু হচ্ছে এই প্রক্রিয়া। আবেদন করা যাবে অনলাইনে।

[আরও পড়ুন: বুর্জ খালিফার পর ফের থিমভাবনায় চমক শ্রীভূমির, এবারের আকর্ষণ কী? জানালেন সুজিত বসু]

স্নাতকস্তরে ভরতি প্রক্রিয়ার খুঁটিনাটি
আবেদন শুরু: ১৮ জুলাই
আবেদন করার শেষ তারিখ: ৫ আগস্ট
মেধা তালিকা প্রকাশ: ১৬ আগস্ট
ভরতির প্রক্রিয়া শেষ: ১৫ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ১৯ সেপ্টেম্বর (প্রথম সেমেস্টার)

শুধু স্নাতকস্তর নয়, ভরতি শুরু হচ্ছে স্নাতকোত্তর স্তরেরও। আগামী ৩১ আগস্টের মধ্যে স্নাতকস্তরের চূড়ান্ত বর্ষের ফল প্রকাশিত হবে। তার পরই বিশ্ববিদ্যালয়গুলি শুরু হবে ভরতির প্রক্রিয়া।

স্নাতকোত্তর স্তরে ভরতি প্রক্রিয়ার খুঁটিনাটি

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর
আবেদন করার শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর
মেধা তালিকা প্রকাশ: ২০ সেপ্টেম্বর
ভরতির প্রক্রিয়া শেষ: ২১ অক্টোবর
ক্লাস শুরু: ১ নভেম্বর

উচ্চ শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, নথি পরীক্ষা কিংবা কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। সম্পূর্ণ প্রক্রিয়াটি মেটানো হবে অনলাইনে। প্রয়োজনীয় অর্থ ই-পেমেন্ট করতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও হেল্পডেস্ক বসানো চলবে না। ভরতি হবে মেধার ভিত্তিতে।

[আরও পড়ুন: খাস কলকাতায় টাকা-গয়না লুঠের পর পরিবারের সদস্যকে অস্ত্রের কোপ, ডাকাত ধরলেন তিন ‘বীরাঙ্গনা’]

পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিংয়ে ভরতির প্রক্রিয়া শুরুর কথাও জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। এই কোর্সে ভরতির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। ১১ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement