shono
Advertisement
High Court

একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ে 'দাগি'দের নাম! 'অযোগ্য'দের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ হাই কোর্টের

আজ বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।
Published By: Kousik SinhaPosted: 02:10 PM Nov 19, 2025Updated: 02:43 PM Nov 19, 2025

গোবিন্দ রায়: একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাতেও 'দাগি'দের নাম! সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাই কোর্ট। এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে। সেই বিভ্রান্তি কাটাতে 'দাগি'দের নামের পাশাপাশি অভিভাবকদের নাম-সহ আরও বিস্তারিত তথ্য দিয়ে সেই তালিকা প্রকাশ করতে হবে বলেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শুনানিতে বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, দাগি'দের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। এরপরেও কোনও প্রার্থী অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এই মর্মে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি।

Advertisement

শনিবার রাতে এসএসসির একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। সেই তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের নাম নেই বলে অভিযোগ উঠতে শুরু করে। এমনকী ইন্টারভিউয়ের তালিকায় ‘অযোগ্য’ প্রার্থীদের নাম রয়েছে বলেও অভিযোগ। এরপরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। আজ সেই মামলার শুনানি হয়।

শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে জানান, ২০১৬ এবং ২০২৫ এর নিয়োগপ্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোন ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে 'দাগি'দের শনাক্ত করা যায়, সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। সেই মতো বিস্তারিত তথ্য দিয়ে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সিনহার।

অন্যদিকে কমিশনের তরফে আইনজীবী জানান, 'দাগি' প্রার্থীদের চারজনের নাম মামলাকারীরা দিয়েছেন। এদের মধ্যে ২ জন বিশেষভাবে সক্ষম। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা পালটা জানান, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এরা তো 'দাগি'। এরপরেও কীভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট। শুধু তাই নয়, এক্ষেত্রে বিচারপতির যুক্তি, বিশেষ সুবিধা মানে তো বয়সজনিত ছাড়। এরা তো চিহ্নিত অযোগ্য। এক্ষেত্রে কমিশনের পালটা দাবি, সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করছে এসএসসি। আদালত বারণ করলে আমরা নাম বাদ দিয়ে দেব।

যদিও সুপ্রিম নির্দেশ মেনে কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ করেন মামলাকারীদের আইনজীবী। এমনকী সেই তালিকায় নির্দিষ্টভাবে 'দাগি'দের শনাক্ত করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন। তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয় পালটা জানান এসএসসির আইনজীবী। আগামী ৩ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাতেও 'দাগি'দের নাম!
  • এরপরেই নাম থাকা 'দাগি'দের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাই কোর্ট।
Advertisement