shono
Advertisement

Breaking News

Kalipuja 2024

চোখে কালো চশমা, চিকিৎসা সেরে শহরে ফিরে মমতার বাড়ির পুজোয় গেলেন অভিষেক

বৃহস্পতিবার সন্ধেবেলা সপরিবারে কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক, মুখ্যমন্ত্রীর পাশে বসে অংশ নিলেন যজ্ঞে।
Published By: Sucheta SenguptaPosted: 09:36 PM Oct 31, 2024Updated: 09:48 PM Oct 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে থেকে তাঁকে বিশেষ দেখা যাচ্ছিল না। শোনা গিয়েছিল, চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে দীর্ঘদিন পর কালীপুজোয় ফের প্রকাশ্যে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ। বৃহস্পতিবার সন্ধেবেলা সপরিবারে তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সাদা পাঞ্জাবি-পাজামার সঙ্গে বিশেষ নজর কাড়ল অভিষেকের কালো চশমা। অবিকল সানগ্লাসের মতোই সেই চশমা পরতে হচ্ছে সম্ভবত চিকিৎসকদের পরামর্শ মেনে। অনেকদিন পর পরিবার ও দলের সকলের সঙ্গে দেখা, সকলের পা ছুঁয়ে প্রণাম করলেন অভিষেক। তার পর মুখ্যমন্ত্রীর পাশে বসেই পুজোয় অংশ নিলেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর যজ্ঞে অংশ নিলেন অভিষেক। ছবি: সোশাল মিডিয়া।

২০১৬ সালে দুর্গাপুরের কাছে বড়সড় দুর্ঘটনার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে চিকিৎসার পরও তা পুরোপুরি ঠিক হয়নি। প্রায় প্রতি বছর তাঁকে চোখের চিকিৎসার জন্য যেতে হয় বিদেশে। এবছরও পুজোর আগে তিনি গিয়েছিলেন আমেরিকায়। উৎসবের মরশুমে শহরে ছিলেন না। যদিও আগেই তিনি সেকথা ঘোষণা করে রাজনৈতিক পরিসর থেকে খানিকটা বিরতি নেবেন বলে জানান। তা সত্ত্বেও অবশ্য একাধিক ইস্যুতে অভিষেককে সোশাল মিডিয়ায় সরব হতে দেখা যায়। 

মমতার বাড়ির পুজোয় অভিষেককন্যা আজানিয়া। ছবি: সোশাল মিডিয়া।

চিকিৎসা সেরে কালীপুজোতেই কলকাতা ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তিনি গেলেন। সঙ্গে স্ত্রী রুজিরা, মেয়ে আজানিয়া ও ছেলে আয়াংশ। বাড়ির বড়দের প্রণাম ও কুশল বিনিময়ের পর সোজা চলে গেলেন পুজোর জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই যজ্ঞে অংশ নিলেন। তবে সর্বক্ষণ চোখে ছিল কালো চশমা। 

এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় দলের নেতা-কর্মী ছাড়াও দেখা গেল গ্ল্যামার জগতের অনেককে। এসেছিলেন অভিনেত্রী সুদীপা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, পূজারিণী ঘোষ। এছাড়া ছিলেন তারকা সাংসদ জুন মালিয়া। বিকেলের দিকে কালীঘাটের বাড়িতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব মনোজ পন্থও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোখের চিকিৎসা সেরে শহরে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বৃহস্পতিবার সন্ধেবেলা সপরিবারে কালীঘাটের বাড়িতে গেলেন তিনি।
  • মুখ্যমন্ত্রীর পাশে বসে অংশ নিলেন যজ্ঞে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার