shono
Advertisement
Kaninika Ghosh Bose

সিপিএমের কেন্দ্রীয় মহিলা সংগঠনে শীর্ষে কনীনিকা ঘোষ, বিভিন্ন পদে একাধিক বঙ্গনারী

সিপিএমের আরেকটি গণসংগঠন মহিলা সমিতির শীর্ষস্থানে উঠে এল বাঙালি মুখ। মহিলা সংগঠনের সভাপতি পদে পুনর্নির্বাচিত পি কে শ্রীমতী। কোষাধ্যক্ষ তাপসী প্রহরাজ।
Published By: Sucheta SenguptaPosted: 03:06 PM Jan 29, 2026Updated: 04:08 PM Jan 29, 2026

সিপিএমের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন কনীনিকা ঘোষ বোস। সিপিএমের কলকাতা জেলার পার্টির সদস্য কনীনিকা। বর্তমানে পার্টির রাজ্য কমিটিতে রয়েছেন তিনি। সম্প্রতি হায়দরাবাদে গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন কনীনিকা। সর্বভারতীয় স্তরে দলের বঙ্গ 'লবি'র কাউকে বসানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দলের ছাত্র ও যুব সংগঠনের মাথাতেও রয়েছে এ রাজ্যের নেতৃত্বই।

Advertisement

AIDWA-এর নবনির্বাচিত শীর্ষ সদস্যরা।

সম্প্রতি হায়দরাবাদে গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন কনীনিকা। সর্বভারতীয় স্তরে দলের বঙ্গ 'লবি'র কাউকে বসানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এবার সিপিএমের আরেকটি গণসংগঠন মহিলা সমিতির শীর্ষস্থানে উঠে এল বাঙালি মুখ। মহিলা সংগঠনের সভাপতি পদে পুনর্নির্বাচিত পি কে শ্রীমতী। কোষাধ্যক্ষ তাপসী প্রহরাজ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উপদেষ্টা হলেন মালিনী ভট্টাচার্য। সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত জাহানারা খান, মোনালিসা সিনহা, আত্রেয়ী গুহ, রমা বিশ্বাস, দেবলীনা হেমব্রম, দীপু দাস, সোমা দাস, ঈশিতা মুখোপাধ্যায়, মণি থাপা, পারমিতা সেন রায়, সিক্তা জোয়ারদার, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ আনতে যে সিপিএম উদ্যোগী তা সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্পষ্ট।

সিপিএমের আরেকটি গণসংগঠন মহিলা সমিতির শীর্ষস্থানে উঠে এল বাঙালি মুখ। মহিলা সংগঠনের সভাপতি পদে পুনর্নির্বাচিত পি কে শ্রীমতী। কোষাধ্যক্ষ তাপসী প্রহরাজ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উপদেষ্টা হলেন মালিনী ভট্টাচার্য। সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত জাহানারা খান, মোনালিসা সিনহা, আত্রেয়ী গুহ, রমা বিশ্বাস, দেবলীনা হেমব্রম, দীপু দাস, সোমা দাস, ঈশিতা মুখোপাধ্যায়, মণি থাপা, পারমিতা সেন রায়, সিক্তা জোয়ারদার, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়।

মূলত কলকাতার বেলগাছিয়া অঞ্চলে নেত্রী কনীনিকা ঘোষ বোস বামেদের মহিলা সংগঠনের হয়েই বরাবর কাজ করেছেন। একাধিকবার বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন। তাতে জয় অধরা থাকলেও কনীনিকাদেবীকে সর্বদাই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। কোনও প্রতিবাদ মিছিল হোক কিংবা দলের সভা, সমিতি, কলকাতা কেন্দ্রিক নেত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয় মুখ কনীনিকা ঘোষ বোস। আর সেই কাজের নিরিখেই এবার সর্বভারতীয় স্তরে মহিলা নেতৃত্বের শীর্ষ পদে বসলেন তিনি। এছাড়া সংগঠনে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন একদল নারী মুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement