shono
Advertisement
Kolkata Metro

নোয়াপাড়া-বিমানবন্দর রুটে মেট্রোর সফল ট্রায়াল রান, পরিষেবা শুরু কবে?

নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয়হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে মেট্রো চলবে।
Published By: Subhankar PatraPosted: 10:01 AM Dec 15, 2024Updated: 10:12 AM Dec 15, 2024

নব্যেন্দু হাজরা: কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক জোড়ার সময়ের অপেক্ষা! সোমবার অগ্নিপরীক্ষার আগে শনিবার নোয়াপাড়া-বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ। সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই ইয়োলো লাইন পরিদর্শন করতে আসবেন বলে মেট্রো সূত্রে খবর। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাস থেকে এই রুটে পরিষেবা শুরু হতে পারে।

Advertisement

নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে মেট্রো চলবে। সেই সূত্রেই শনিবার এই রুটে প্রথম রেক চলল। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে মেট্রোর এমআর ৪০৭ কোচ ট্রায়াল রান শুরু করে। উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য আধিকারিকরা। রেকটি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছতে পুজোর আয়োজন করা হয়।

প্রায় সাত কিলোমিটার এই পথে সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, লাইন এবং ট্র্যাক ঠিক আছে কি না, তা খতিয়ে দেখতে ট্রায়াল রান চালানো হয়। সোমবার মূল ট্রায়ালের পরই যাত্রী পরিষেবায় ছাড়পত্র মিলবে বলে খবর। এই লাইনটি চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছনো অনেক সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

এই রুটটি শুরু হলে নর্থ-সাউথ মেট্রো করে নোয়াপাড়ায় লাইন চেঞ্জ করার সুযোগ মিলবে। একইভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এসপ্ল্যানেডে নেমে সেখান থেকে নোয়াপাড়াগামী মেট্রোতে চড়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা মেট্রোর মুকুটে নয়া জোড়ার সময়ে অপেক্ষা!
  • সোমবার অগ্নিপরীক্ষার আগে শনিবার নোয়াপাড়া-বিমানবন্দর রুটে সফল পরীক্ষামূলক ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ।
  • সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই ইয়োলো লাইন পরিদর্শন করতে আসবেন বলে মেট্রো সূত্রে খবর।
Advertisement