shono
Advertisement
Kolkata News

বিবাহবার্ষিকীতে মানবিক উদ্যোগ, বিশেষভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গ দান দম্পতির

এই দারুণ উদ্যোগের নেপথ্যে রং প্রস্তুতকারক সংস্থা জে কে প্রোটোম্যাক্স।
Published By: Buddhadeb HalderPosted: 04:05 PM Dec 01, 2025Updated: 04:42 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবার্ষিকী মানেই গ্র্যান্ড পার্টি, দামি উপহার আর দেদার খানাপিনা—সাধারণত এমনটাই দেখা যায়। কিন্তু কলকাতার এক দম্পতি যেন সমাজের চিরাচরিত সেই ধারণাটাই পালটে দিলেন! নিজেদের বৈবাহিক জীবনের ৫০ বছর পূর্তির এই শুভ দিনটিকে তাঁরা উদযাপন করলেন সম্পূর্ণ অন্যভাবে। শত শত অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষের মুখে হাসি ফুটিয়ে, তাদের হাতে কৃত্রিম অঙ্গ তুলে দিলেন এই দম্পতি।

Advertisement

বিধাননগরে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানের নাম ছিল 'উমীদ কে রং'। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শ'খানেক মানুষ এসেছিলেন নতুন অঙ্গ নিতে। শুধুমাত্র কৃত্রিম অঙ্গদানই নয়, তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়। এই দারুণ উদ্যোগের পিছনে ছিল রং প্রস্তুতকারক সংস্থা জে কে প্রোটোম্যাক্স। সংস্থার ডিরেকটর মনীশ গোয়েল বলেন, তারা যেমন সুন্দর রং দিয়ে বাড়ি সাজিয়ে তোলেন, তেমনই এই উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনের দুঃখ-দুর্দশা দূর করে জীবনে রং ফেরাতে চাইছেন।

পঁচাত্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দম্পতি যুগল কিশোর গোয়েল ও সুষমা গোয়েল জানান, এই মানবিক কাজ দেখে সমাজ আরও দায়বদ্ধ হবে। নতুন কৃত্রিম অঙ্গ পেয়ে বহু মানুষ আনন্দে আত্মহারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধাননগরে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানের নাম ছিল 'উমীদ কে রং'।
  • শুধুমাত্র কৃত্রিম অঙ্গদানই নয়, তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
  • শারীরিকভাবে অক্ষম মানুষের মুখে হাসি ফুটিয়ে, তাদের হাতে কৃত্রিম অঙ্গ তুলে দিলেন এই দম্পতি।
Advertisement