shono
Advertisement
Mamata Banerjee

SIR আবহে সম্প্রীতিতে জোর, ৬ ডিসেম্বর সংহতি সমাবেশে থাকছেন মমতা-অভিষেক!

Published By: Sucheta SenguptaPosted: 02:56 PM Nov 18, 2025Updated: 06:03 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর এই পরিস্থিতিতে রাজ্যে সম্প্রীতি, সংহতি বজায় রাখা নিয়ে বাড়তি সতর্ক শাসকদল তৃণমূল। তাই আগামী ৬ ডিসেম্বর, সংহতি দিবসকে সামনে রেখে তাতে জোর দিতে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হচ্ছে তৃণমূলের তরফে। সূত্রের খবর, ওইদিন ধর্মতলা মেয়ো রোডের সংহতি সমাবেশে উপস্থিত থাকতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক শিবরের যুব, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনকে।

Advertisement

মঙ্গলবার এক ভিডিও বার্তায় দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ''প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য, সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। এবারও সেটাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন, সংখ্যালঘু সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা ওই অনুষ্ঠানে অংশ নেব।'' তবে সূত্রের খবর, অন্যান্য বছরের চেয়ে এবছর তৃণমূল সংহতি দিবসের আয়োজনে বেশি জোর দিচ্ছে।  

এই মুহূর্তে রাজ্যে এসআইআরের কাজ চলছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বিজেপির দাবি, বাংলায় অনুপ্রবেশকারীদের বাদ পড়তে হবে। নাম বাদ পড়তে চলেছে ভুয়ো ভোটার, আধার কার্ডের বিনিময়ে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাও। তাঁদের আরও দাবি, বিশেষত বাংলাদেশি মুসলিমদের নাগরিকত্ব বাতিল হতে পারে। আর এই আবহে যাতে এরাজ্যে কোনও উসকানি, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হতে না পারে, তার মোকাবিলায় শক্ত হাতে নামছে শাসক শিবির। ৬ ডিসেম্বরকে কেন্দ্র করে সেই সংহতিই আরও জোরদার করা লক্ষ্য তৃণমূলের। ওইদিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির দিকে নজর থাকছে সব মহলের। তাঁরা কী বার্তা দেন, তা নিয়েও আগ্রহ রাজনৈতিক মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গে এসআইআর আবহে সংহতিতে আরও জোর দিচ্ছে তৃণমূল।
  • ৬ ডিসেম্বর মেয়ো রোডে সংহতি দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement