shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

'১৪ বছরে রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব', স্বাস্থ্যভবনে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধন মমতার

আজই উত্তরবঙ্গ সফর থেকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী।
Published By: Subhankar PatraPosted: 04:39 PM Nov 11, 2025Updated: 06:00 PM Nov 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রী। উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য, প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই যানের পোশাকি নাম মোবাইল মেডিক্যাল ইউনিট। এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা তুলে ধরে বলেন, "১৪ বছরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে।" বক্তব্যের স্বপক্ষে একাধিক পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি।

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানগুলি স্বয়ংসম্পূর্ণ। এই যানের মধ্যেই থাকবেন চিকিৎসক, নার্স, টেকনেশিয়ানরা। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামও। রয়েছে  ওষুধ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই যানগুলি। গাড়িগুলিতে ৩৫টি শারীরিক পরীক্ষা করা যাবে। বিনামূল্যে সেই পরিষেবা পাবেন রাজ্যবাসী। এই পরিষেবা চালাতে প্রতিমাসে ২কোটি ৫০ লক্ষ টাকা খরচ করবে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ২১০টি যান প্রস্তুত রয়েছে। প্রথম দফায় ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধন করা হল। সেইগুলি জেলায় জেলায় পৌঁছে যাবে। যেখানে যানগুলি যাবে, আগেই সেই বিষয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, "মোবাইল মেডিক্যাল ইউনিটের সাহায্যে বিশেষ করে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা। অনেক রোগের  চিকিৎসা হবে। প্রয়োজনে কাউকে রেফার করা হলে সেক্ষেত্রেও ব্যবহার করা যাবে।"

তাঁর সরকার স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে বলে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন তিনি। স্বাস্থ্যসাথী, টেলিমেডিসিন পরিষেবা থেকে একাধিক প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "রাজ্যে নতুন ১৪টি সরকারি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি  হাসপাতাল। ১৩ হাজার ৫০০-র বেশি সুস্বাস্থ্য কেন্দ্র। ৭৬টি সিসিইউ তৈরি করা হয়েছে  জেলায়। ১১৭টি ন্যায্যমূলের ওষুধের দোকান করা হয়েছে। ৪০ হাজার বেড বেড়েছে সরকারি হাসপাতালে।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বাস্থ্যভবনে মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান উদ্বোধন করলেন তিনি।
  • লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।
  • এই মঞ্চে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে খরচ ও তাঁর সরকারের কাজ নিয়ে পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, "১৪ বছরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে।"
Advertisement