shono
Advertisement
Mamata Banerjee

নবান্নে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে সাক্ষাতে মমতা, কী নিয়ে আলোচনা?

দেশের সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী  থাকার কৃতিত্ব এখনও পবন চামলিংয়ের দখলে।
Published By: Subhajit MandalPosted: 10:58 PM Jan 14, 2025Updated: 11:29 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন চামলিং। সৌজন্য সাক্ষাৎ হলেও এই বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে।

Advertisement

এই সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্ট করে মমতা জানান, ১৯৯৪ থেকে ২০১৯ পর্যন্ত টানা ২৫ বছর সিকিমের মুখ্যমন্ত্রী থেকে নজির গড়েছেন চামলিং। এদিন তাঁদের সাক্ষাৎ ছিল রাজনৈতিক ও সৌজন্যমূলক। মমতাকে সিকিম সফর করার জন্য চামলিং আমন্ত্রণ জানিয়েছেন। দুই রাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানো ও একসঙ্গে কাজ করার উপরও তিনি গুরুত্ব দেন।

তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী ফেসবুকে উল্লেখ করেছেন, এটা রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ। অর্থাৎ এদিনের বৈঠকে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে, সেটা উড়িয়ে দেননি মমতা।

দেশের সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী  থাকার কৃতিত্ব এখনও পবন চামলিংয়ের দখলে। পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ২৪ বছর ১৬৫ দিন। আসলে একটা সময় পবন চামলিং এবং সিকিম সমার্থক ছিল। কিন্তু ২০২৪ বিধানসভায় সিকিমে কার্যত ভরাডুবি হয় চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক মোর্চার। এই মুহূর্তে তাঁর দল কার্যত নিশ্চিহ্ন। বস্তুত বিজেপির সাজিয়ে দেওয়া ছকে চামলিংকে ধরাশায়ী করেছেন সিকিম ক্রান্তিকারি মোর্চার প্রেম সিং তামাং। সেদিক থেকে দেখতে গেলে মমতা এবং চামলিংয়ের রাজনৈতিক শত্রু একই, বিজেপি। সেই সূত্রে আগামী দিনে উত্তর-পূর্বে ভারতে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন চামলিং।
  • সৌজন্য সাক্ষাৎ হলেও এই বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে।
Advertisement