গোবিন্দ রায়: স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ মামলা চলছে। তার মাঝেই স্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হলেন স্বামী। একইসঙ্গে, বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগও তুলেছেন দমদমের বাসিন্দা। তাঁর দাবি, অবৈধভাবে চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী। শুধু তাই নয়, দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরীর বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন তিনি।

আবেদনকারী তুহিনশংকর ভট্টাচার্যের আইনজীবী সৌম্যশুভ্র রায় জানান, ২০০৬ সালের অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাকারীর দাবি, ২০০৬ সালের নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিরা অঙ্গনওয়ারি কর্মী হিসাবে যোগ্য বলে বিবেচিত। যাঁদের যে-কোনও বিষয়ে স্নাতক হয়েছেন বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাঁরা এই কাজের যোগ্য নন।
কিন্তু মামলাকারীর দাবি, তাঁর স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরির জন্য আবেদন করেন। আরও দাবি, আবেদনের পর তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন চাকরিপ্রার্থী সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর সঙ্গে দেখা করেন। সূর্যকান্তবাবু তাঁদের তৎকালীন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর কাছে বিষয়টি পাঠান। দুই নেতার সাহায্য তাঁরা চাকরি পান বলেও মামলায় দাবি করা হয়েছে।
একই সঙ্গে মামলাকারীর দাবি, তিনি এর বিরোধিতা করে ২০১৮, ২০২২ এবং ২০২৫ সালে শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, পুলিশ-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে কেউ কিছু করেননি। এই ঘটনায় অবিলম্বে এফআইআর করার দাবিতে ও সিআইডি তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন তুহিনশংকর। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে বলে জানিয়েছেন আইনজীবী। তার মধ্যেই নিজের স্ত্রীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির এই অভিযোগ নতুন চমক বলেই মত আইনজীবী মহলের।