সুব্রত বিশ্বাস: মহিলার হার ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দুষ্কৃতীর। আর তাতেই ঘটে বিপত্তি। পা ভেঙে লাইনে পড়ে রইল দুষ্কৃতী। গ্রেপ্তার করার পর আপাতত তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করেছে জিআরপি।

জানা গিয়েছে, দুই লাইনের মাঝে পড়ে দুটো পা-ই ভেঙে যায়। ট্রেনের কামরা থেকে সবই লক্ষ্য করেন যাত্রীরা। ট্রেনটি বিধাননগরে ঢুকলে যার হার ছিনতাই হয় সেই মহিলাকে নিয়ে লাইন ধরে ঘটনাস্থলে যান যাত্রীরা। উঠে দাঁড়াতে অক্ষম দুষ্কৃতী তখন করজোড়া ক্ষমা চেয়ে হারটি ফিরিয়ে দেন। যাত্রীদের থেকে খবর পেয়ে স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দুষ্কৃতীকে নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি করে জিআরপি। ওই দুষ্কৃতীর নাম গোপাল গাইন ওরফে কালা কুখ্যাত হার ছিনতাইবাজ। হাবড়ার বাণীপুরের ইতনা নতুন কলোনীর বাসিন্দা। তার দাদাও একই অপরাধে ধরা পড়েছিল আগে।
জিআরপি সূত্রে জানানো হয়েছে, সকাল ৭.৩৫ মিনিট নাগাদ শিয়ালদহগামী ডানকুনি লোকালে দমদম থেকে চড়েন সায়ন্তী ঘোষ। নববর্ষে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। দমদম থেকে তাঁকে লক্ষ্য করে একই কামারায় দুষ্কৃতীও চড়ে। বিধাননগরে ঢোকার আগে মহিলার হার ছিঁড়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় সে। কিন্তু তাতেই লাইনে পড়ে গিয়ে পা ভেঙে যায় তার। হার ফিরে পান ওই যাত্রী। তাঁর অভিযোগে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রেল পুলিশ।