গোবিন্দ রায়: গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার ঠিক পরেরদিন অর্থাৎ আগামী ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে একটি সংগঠন। ওইদিনই গঙ্গাসাগর থেকে ঘরে ফিরবেন দূর-দূরান্তের পুণ্যার্থীরা। নবান্ন অভিযানের কারণে, তাঁদের যাদের সমস্য়া না হয় সেই দাবিতেই আদালতে দায়ের জনস্বার্থ মামলা। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য প্রতিবছরই গঙ্গাসাগরে আসেন কয়েক লক্ষ মানুষ। শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা শামিল হন গঙ্গাসাগর মেলায়। দেখা মেলে বিদেশিদেরও। সংক্রান্তির পর একে একে ঘরে ফেরেন সকলে। ১৫ তারিখ গঙ্গাসাগর মেলার শেষদিন। স্বাভাবিকভাবেই তারপরই ঘরে ফিরবেন রাজ্য ও দেশের বিভিন্নপ্রান্তের দর্শনার্থীরা। অধিকাংশই হাওড়া থেকে ট্রেন ধরেন। এদিকে ১৬ তারিখ একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে এর আগে একাধিকবার প্রবল অশান্তি দেখা গিয়েছে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলত ১৬ তারিখের নবান্ন অভিযানে অশান্তি হলে পুণ্যার্থীরা বিপাকে পড়তে পারেন, এই আশঙ্কায় আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পুণ্যার্থীদের সুরক্ষার দাবি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ তারিখ মামলার শুনানি।