রমেন দাস: ২৬ হাজার চাকরি বাতিল ও ওয়াকফ বিতর্কের মাঝেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার খাস কলকাতার মিছিল থেকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীতে নবান্ন অভিযানের ডাক দেবেন বলেও জানালেন তিনি।

চাকরি বাতিল ও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। এই ইস্যুতেই রবিবার বিকেলে পথে নামে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে তাৎপর্যপূর্ণভাবে একইসঙ্গে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহাকে। সেখান থেকেই শুভেন্দু অধিকারী জানান, কিছুদিনের মধ্যে সম্ভবত চলতি মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে বঙ্গসফরে এসে চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তিকে হাতিয়ার করেই আবারও বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করবেন মোদি, এমনটাই মনে করছে ওয়াকিবহল।
প্রসঙ্গত, এদিনে শুভেন্দু জানিয়েছেন চাকরিহারাদের নবান্ন অভিযানে তাঁদের সমর্থন থাকবে। পাশাপাশি বিজেপির তরফেও নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে। কিন্তু সেটা কবে, তা ঠিক হবে প্রধানমন্ত্রীর সফরের পরই। এদিন বামেদেরও নিশানা করেছেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। প্রাণ গিয়েছে তিনজনের। জ্বলেছে পুলিশের গাড়ি, বাড়িঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকে নেমেছে বিএসএফ। কলকাতা হাই কোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়।