shono
Advertisement

Breaking News

SIR Draft List

SIR-এর খসড়া তালিকা প্রকাশিত হলে অশান্তির আশঙ্কা! আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ পুলিশের

আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।
Published By: Tiyasha SarkarPosted: 11:28 AM Nov 29, 2025Updated: 12:15 PM Nov 29, 2025

অর্ণব আইচ: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলার অবনতি যেন না হয়। তা নিয়ে আগেভাগেই সতর্ক হচ্ছে পুলিশ। এই ব‌্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলে খবর।

Advertisement

সূত্রের খবর, প্রতিটি থানাকে বলা হয়েছে, তাঁরা যেন এসআইআর সম্পর্কে সতর্ক থাকেন। কারণ, ৯ ডিসেম্বর এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ করার কথা কমিশনের। পুলিশের মতে, খসড়া তালিকায় কিছু ভোটারের নাম বাদ পড়তেও পারে। আবেদন করা সত্ত্বেও কারও নাম বাদ পড়লে ক্ষোভ সৃষ্টির আশঙ্কা থাকছে। ফলে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা পুলিশকর্তাদের। সেই কারণেই প্রত্যেকটি থানাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি বৈঠকে লালবাজারের কর্তারা প্রত্যেকটি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, যেন এসআইআর সংক্রান্ত ব‌্যাপারে তাঁরাও সতর্ক থাকেন। পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতা ও জেলাগুলির গোয়েন্দা দপ্তরকে বলা হয়েছে, আধিকারিকরা যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খোঁজখবর নেন, কোথায় কোথায় ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সেইমতো আইন ও শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি হওয়ার সম্ভাবনা, সেই সম্পর্কেও গোয়েন্দা দপ্তরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পুলিশি ব‌্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ৯ ডিসেম্বরের পর থেকে যাতে মানুষের ক্ষোভের কারণে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে পুলিশকে গুরুত্ব দিতে বলা হয়েছে। পুলিশকর্মী ও আধিকারিকরা যাতে উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতি সামলান, সেই ব‌্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকর্তাদের। এই ব‌্যাপারে থানার ওসিরা যেন তাঁর অধঃস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের পুরো বিষয়টি বুঝিয়ে দেন, সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। থানার আধিকারিকদের প্রতে‌্যকটি এলাকায় টহলও বাড়াতে বলছেন পুলিশকর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলার অবনতি যেন না হয়। তা নিয়ে আগেভাগেই সতর্ক হচ্ছে পুলিশ।
  • এই ব‌্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলে খবর।
Advertisement