shono
Advertisement
kalyan Banerjee

সংঘাত তুঙ্গে, এবার কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজভবনের

হেয়ার স্ট্রিট থানায় ওই লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Published By: Suhrid DasPosted: 08:49 PM Nov 18, 2025Updated: 08:49 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংঘাত আরও বাড়ল। আগেই সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজভবন। এবার শ্রীরামপুরে সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। রাজভবন সূত্রে খবর, হেয়ার স্ট্রিট থানায় ওই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর।

Advertisement

রাজভবন থেকে বন্দুক, বোমা সরবরাহ করা হচ্ছে! শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের এবার পালটা পদক্ষেপ করে রাজভবন। রবিবার সকাল থেকে সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক মিলিয়ে ১০০ জনের জন্য খুলে দেওয়া হয়েছিল রাজভবনের সিংহ দুয়ার। শুধু তাই নয়, সাংসদের বক্তব্যের প্রেক্ষিতে রাজভবন থেকে কড়া বিবৃতিও জারি করা হয়। শুধু তাই নয়, রাজভবনে বোমা-গুলি খোঁজার জন্য রাজ্যপাল নির্দেশও দিয়েছেন। রবিবারই রাজভবন সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হবে। সেই মতো আজ, মঙ্গলবার জানা যায় সাংসদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

বিহার নির্বাচনের ফলাফলের প্রকাশের পর এসআইআর-এর গুরুত্বের কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর মতে, এসআইআর নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতি ভালোভাবে গ্রহণ করবেন। তাতে নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া মন্তব্য, "রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”

সেই মন্তব্যের পরেই নড়েচড়ে বসে রাজভবন। রাজভবনের তরফে রাতেই বিবৃতি জারি করা হয়। জানানো হয়, সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক মিলিয়ে ১০০ জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে। রাজভবনে আদৌ কোনও অস্ত্র, গোলাবারুদ মজুত আছে কিনা তাঁরা এসে সরেজমিনে খতিয়ে দেখতে পারেন। সাংসদের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাঁকে মানুষের কাছে 'ক্ষমা' চাওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে স্পিকারের কাছেও অভিযোগ জানানো হবে। রবিবার ভোর পাঁচটা থেকে রাজভবনের দরজা খুলে দেওয়া হয়েছিল। গতকাল, সোমবার রাজভবনের তরফে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছিল। সিআইএসএফ ও রাজ্য পুলিশকে দিয়ে আগ্নেয়াস্ত্র, বোমাও খোঁজানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংঘাত আরও বাড়ল।
  • আগেই সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজভবন।
  • এবার শ্রীরামপুরে সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।
Advertisement