shono
Advertisement
Rajpur

সম্প্রীতির বাংলা! হিন্দু বৃদ্ধার সৎকারে ইদের অনুষ্ঠান স্থগিত রাখল মুসলিমরা

রাজপুরের সম্প্রীতির নজির।
Posted: 02:17 PM Apr 11, 2024Updated: 03:22 PM Apr 11, 2024

নব্যেন্দু হাজরা: ইদের দিন হিন্দু-মুসলিম সম্প্রীতির সাক্ষী থাকল বাংলা। হিন্দু মহিলার সৎকারের জন্য ইদের আনন্দ অনুষ্ঠান স্থগিত রাখল পাড়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। নমাজের পরই বৃদ্ধার দেহ নিয়ে শ্মশানে ছুটলেন তাঁরা। সারলেন সৎকারও।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আলপনা সরকার (৬১)। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাতে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। এদিকে রাত সাড়ে বারোটা নাগাদ চাঁদ দেখার পর উৎসবে মেতেছিলেন পাড়ার মুসলিম বাসিন্দারা। সেই সময় তাঁদের কাছে পড়শি মহিলার মৃত্যুর খবর আসে। সঙ্গে সঙ্গে তাঁরা জানান, ইদের কোনও অনুষ্ঠান করবেন না। নমাজের পর মহিলার সৎকারে যাবেন। সেইমতো এদিন সকালে মহিলার দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান। সৎকার করেন তাঁরা।

[আরও পড়ুন: আপনাদের সাক্ষাৎ পাওয়া আল্লার মেহেরবানি, রেড রোডের নমাজ কোনওদিন মিস করব না: মমতা]

উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পরিষদ জনাব নজরুল আলি মণ্ডল, পুরপ্রধান পরিষদ রঞ্জিত মণ্ডলরা। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক সহিদুল ইসলাম কথায়, "এটা বাংলার সংস্কৃতি। এখানে ধর্মের চেয়ে মানুষের সঙ্গে আত্মীয়তা অনেক বেশি গুরুত্ব পায়। এমন একটা দুঃখের দিনে আমরা আনন্দ উৎসব করব না।"

[আরও পড়ুন: রাজ্যে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত! ফব’কে বিঁধে সেলিমের তোপ, ‘বেশি কথা বলবেন না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদের দিন হিন্দু-মুসলিম সম্প্রীতির সাক্ষী থাকল বাংলা।
  • হিন্দু মহিলার সৎকারের জন্য ইদের আনন্দ অনুষ্ঠান স্থগিত রাখল পাড়র মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
  • নমাজের পরই বৃদ্ধার দেহ নিয়ে শ্মশানে ছুটলেন তাঁরা। সারলেন সৎকারও।
Advertisement