shono
Advertisement
Arpita Mukherjee

মৃত্যু মায়ের, প্যারোলে ৫ দিনের জন্য বাড়ি ফিরছেন অর্পিতা

বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হল নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের। মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। তা মঞ্জুর হয়েছে বলেই খবর।
Published By: Tiyasha SarkarPosted: 12:57 PM Nov 21, 2024Updated: 01:35 PM Nov 21, 2024

অর্ণব আইচ: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হল নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের। মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। তা মঞ্জুর হয়েছে বলেই খবর। 

Advertisement

২০২২ সালে ২৩ জুলাই ফ্ল্যাটে টানা তল্লাশিতে টাকা উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই থেকেই জেলবন্দি তিনি। একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু মেলেনি। ফলত মায়ের সঙ্গে যোগাযোগ বলতে মাঝে মধ্যে ফোনে কথা। তবে মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন তিনি। প্রতিবেশীদের বলতেন সেকথা। কিন্তু জীবদ্দশায় মেয়ের দেখা মিলল না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় অর্পিতার মায়ের। রাতেই খবর পৌঁছয় জেলে। বৃহস্পতিবার সকালেই প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। এদিনই পাঁচদিনের জন্য বাড়ি ফিরবেন অর্পিতা।

উল্লেখ্য, গ্রেপ্তারির পর দুবছর পেরিয়ে গিয়েছে। তবে জামিন মেলেনি অর্পিতা। এদিকে পার্থ চট্টোপাধ্যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়েও হতে পারেননি। পার্থ-সহ চারজন অভিযুক্তের জামিন নিয়ে মতানৈক্য দেখা যায় দুই বিচারপতির মধ্যে। যার জেরে মামলা গিয়েছে প্রধান বিচারপতির কাছে। পার্থদের জামিন নিয়ে গঠিত তৃতীয় বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হল নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের।
  • মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। তা মঞ্জুর হয়েছে বলেই খবর।
Advertisement