shono
Advertisement

Breaking News

Calcutta High Court

বৃহত্তর স্বার্থে জমি অধিগ্রহণ করতেই পারে রাজ্য, জানাল হাই কোর্ট

আর কী বলল আদালত?
Published By: Tiyasha SarkarPosted: 12:37 PM Dec 19, 2024Updated: 02:59 PM Dec 19, 2024

গোবিন্দ রায়: বৃহত্তর জনস্বার্থে রাজ্যের নিজের অধিকার বলে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ আইনত সিদ্ধ, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এক্ষেত্রে মানুষের স্বার্থে চাইলে ব্যক্তিগত মালিকানাধীন জমি হস্তান্তর করতে পারে রাজ্য সরকার। মেট্রো রেলের সম্প্রসারণের জন্য কলকাতা সংলগ্ন একটি জমি অধিগ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়।

Advertisement

বিচারপতির মতে, আইনি পথে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ প্রক্রিয়া যদি বৃহৎ স্বার্থে হয় তবে তা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমেই শেষ হয়ে যায়। প্রয়োজনে রাজ্য তার নিজস্ব ক্ষমতায় জমি কোনও ব্যক্তির কাছ থেকে নিতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দ্বিতীয় পর্যায়ে অধিগ্রহণ বিজ্ঞপ্তি দেয় রাজ্য। অভিযোগ, ওই এলাকার প্রথম পর্যায়ের অধিগ্রহণে কোনও আপত্তি তোলা না হলেও দ্বিতীয় পর্যায়ে তোলা হয়। কারণ, এবার মামলাকারীর জমি ওই বিজ্ঞপ্তির মধ্যে পড়ে যায়।

জানা গিয়েছে, প্রথমে যে পথে লাইন হওয়ার কথা ছিল তার আওতায় এসেছিল নেপাল দূতাবাসের জমি। কিন্তু তারা জমি দিতে রাজি হয়নি। মামলাকারীর অভিযোগ, প্রথম যে পথে লাইন হওয়ার কথা ছিল তাতে তার জমি সুরক্ষিত ছিল। কিন্তু নেপাল দূতাবাস জমি দিতে রাজি না হওয়ায় নতুন করে অন্য পথে লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। তাতে তাঁর জমি অধিগ্রহণের আওতায় চলে আসে। এর পরই আদালতের দ্বারস্থ হন জমির মালিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহত্তর জনস্বার্থে রাজ্যের নিজের অধিকার বলে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ আইনত সিদ্ধ, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
  • এক্ষেত্রে মানুষের স্বার্থে চাইলে ব্যক্তিগত মালিকানাধীন জমি হস্তান্তর করতে পারে রাজ্য সরকার।
  • মেট্রো রেলের সম্প্রসারণের জন্য কলকাতা সংলগ্ন একটি জমি অধিগ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়।
Advertisement